কলকাতা – সাদা রঙের পৃথিবী বিধবা পাচারের উপর একটি ভারতের প্রথম চলচ্চিত্র। আজ কলকাতার নন্দনে গ্র্যান্ড পোস্টার লঞ্চ হয়েছে। ছবিটি থ্রিলার গল্পের মাধ্যমে একটি অনন্য উপায়ে ভারতের বিধবাদের জন্য নির্বাচিত আবাস কাশিকে উদযাপন করবে। পোস্টার উন্মোচনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রী ইন্দ্রনীল সেন শ্রী দেবাশীষ কুমার, শ্রী অমিত আগরওয়াল এবং সাদা রঙের পৃথিবী স্টার কাস্ট। বিধবা পাচারের উপর এটি ভারতের প্রথম চলচ্চিত্র যা এখনো পর্যন্ত অন্য কোন ভাষায় করা হয়নি। আদিম বহিঃপ্রকাশ লুকিয়ে আছে অপরাধী মাস্টারমাইন্ড দের। ছলনা করে যারা এই হতভাগ্য নারীদের শোষণ করতে বেরিয়েছে। এই ছবিতে বাংলার ১৯ জন প্রথম সারির অভিনেতা রয়েছে। আদর্শ টেলি মিডিয়া এবং অমিত আগরওয়াল দ্বারা উপস্থাপিত সুশান্ত সেনগুপ্ত শ্রাবণী পাল ও রাজর্ষি দে প্রযোজিত সিনেমা সাদা রংয়ের পৃথিবী। গল্পটি বিধবাদের দুর্দশা ও তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং তাদের একটি বিধি নিষেধ মূলক জীবনধারায় আবদ্ধ করে এমন বহু পুরনো প্রথা তুলে ধরা হয়েছে। আগামী ফেব্রুয়ারীতে ছবিটি মুক্তি পাচ্ছে সাদা রঙের পৃথিবী।
Related Articles
কলকাতা শিশু সাহিত্য উৎসব 2024
কলকাতা,- চিলড্রেন লিটরেচার ফ্যাস্টিভ্যাল 2024 এর আয়োজন করেছিল এস পি কে জৈন ফিউচাস্টিক একাডেমি। যেখানে ছোটদের বাংলা সিনেমার একটি আকর্ষণীয় অধিবেশন অনুষ্ঠিত হয়, অংশগ্রহণ কারীরা বাংলা সিনেমার সুক্ষতা সম্পর্কে একটি জ্ঞান গর্ভ মূলক আলোচনা করেন, যা শিল্প ও সাহিত্য ওর উপর অন্তর দৃষ্টি প্রদান করে, অনুষ্ঠান টি অংশগ্রহণ কারীদের সাথে আলাপচারিতা করার ও অথিতি দের […]
কিংস ম্যানিয়া হোলি উৎসব পালিত হলো নিবিরে আবিরে
কলকাতা -শ্রীজিৎ চট্টরাজ রিপোর্ট -শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ঋতুরাজ বসন্তের আগমনীতেই পাতা ঝরা গাছে নতুন প্রাণের গুঞ্জন। দোল বা হোলির রং খেলার সঙ্গে উত্তরাখণ্ডে আজও প্রথা মেনে হয় কুমায়ুনী হোলি। আবিরে রাঙানোর পাশপাশি ভীম পলাশী, সারং বা পিলু রাগপ্রধান গানের পশরা নিয়ে বসে বৈঠকি হোলি। বিজ্ঞান বলে ঋতু বদলের মধ্য দিয়ে জীবজগতে চিত্তের পরিবর্তন ঘটে। […]
Event organized by Bengal Media Club
বেঙ্গল মিডিয়া ক্লাব সাংবাদিকদের নিজস্ব সংগঠন এই চিন্তা ভাবনা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে। এই সংগঠনটি প্রায় একার উদ্যোগে গড়ে তুলেছেন নমস্কার কলকাতা সংবাদপত্রের সম্পাদক কাওসার আলী।সাংবাদিকদের কাজ মূলত বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করা এবং সেই সংবাদ জনসাধারণের সামনে তুলে ধরা বা পরিবেশন করা। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও তাদের কাজ করতে হয়। আবার অনেক […]