কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – শ্রীভূমির গৌরাঙ্গ মন্দিরে নরসিংঘী দেবের ৫৩ তম বাৎসরিক পূজার আয়োজন হয়।চতুর্মুখ ভগবান বিষ্ণু বিগ্রহ দর্শন সামনের দিকে ভগবান বিষ্ণু,বাঁদিকে নরসিংহ ভগবান,ডানদিকে বরাহ দেব এবং পিছনের দিকে বামন দেব এই চারদেবের রূপ হচ্ছে শ্রী ভগবান বিষ্ণুর রূপ মহাভারতে ভিষ্মদেব যখন মৃত্যুসজ্জায় সায়িত ছিলেন তখন ভগবান বিষ্ণু তাকে এই রূপে দর্শন দিয়ে থাকেন। হিমাচল প্রদেশের চাম্বা অঞ্চলে হরিরাজ দেবের বিগ্রহ পূজিত হয়। শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে এই পূজার প্রবর্তন করেন বৈষ্ণবআচার্যপ্রভুপাদপ্রাণকিশোর গোস্বামী ১৯৭২ খ্রিস্টাব্দে ভারতবর্ষের হিমাচল প্রদেশের চাম্বা এবং কলকাতার শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠিত করেন প্রভু প্রাদ ব্রজরাজ কিশোর গোস্বামী। মানুষের কল্যাণের হোক এটাই এই পুজোর উদ্দেশ্য। প্রেমের টানে ভগবান নৃসিংহ দেব ভক্তের ডাকে আবির্ভূত হয়েছিলেন। থামের ভীতর থেকে তিনি আবির্ভূত হনভক্তের ডাকে সাড়া দিয়ে।
Related Articles
ক্যাব যাত্রী পরিষেবা দিতে নতুন PAA ক্যাব” এর সুবিধা চালুহলো
কলকাতা -নিজস্ব প্রতিনিধি -4মে কলকাতা প্রেসক্লাবে, PAACAB প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা দল PAACAB-এর বিভিন্ন সুবিধা নিয়ে তাঁদের বিশেষপরিবহনএপপাক্যাব লঞ্চ করার কথা ঘোষনা করা হলো।PAACAB এর তিন পরিচালক-বিনীত কামদার,সুকান্ত সরকার এবং সুদীপ্ত ঘোষ, প্রধান ভূমিকা কায় অজিত আগরওয়ালের সাথে, PAA ক্যাবের দিকগুলি তুলে ধরা হলো।টি-রাইড এবং প্রি-রাইড এই অ্যাপ-ভিত্তিক ভ্রমণ ব্যবস্থার দুটিআকর্ষণীয় বৈশিষ্ট্য। প্রি-রাইডের জন্য, আপনাকে ভ্রমণের […]
Esho He Boisakh – A Feast of Tradition and Flavor at The Astor Kolkata
KOLKATA-OWN REPRESENTATIVE-Paila Boishakh carries immense cultural significance for the Bengali community, symbolizing the joy of new beginnings, prosperity and unity. Astor Kolkata welcomes its patrons to experience the splendor of this auspicious occasion with “Esho Hey Boishakh”, a carefully curated food selection that evokes nostalgia, celebrates heritage and showcases the diversity of Bengali cuisine. Celebrate […]
শ্রীতম সার্জিক্যাল এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
বারুইপুর-শুভ ঘোষ রিপোর্ট -শ্রীতম সার্জিক্যাল এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কল্যানপুর বিবিমাতা মন্দির মাঠ প্রাঙ্গনে শ্রীতম সার্জিক্যাল এবং কে,পি,সি মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ প্রয়াসে ৬-তম রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।আজকের এই রক্তদান শিবিরে বারুইপুর শ্রীতম সার্জিক্যাল কর্ণধার শৈলেন নস্কর স্ত্রী পাপিয়া নস্কর যৌথ প্রয়াসে অনুষ্ঠিত হয়।আজকে মূলত […]