এই মুহূর্তে রাজ্য

নৃসিংহ দেবের ৫৩ তম বাৎসরিক পূজার অনুষ্ঠান

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – শ্রীভূমির গৌরাঙ্গ মন্দিরে নরসিংঘী দেবের ৫৩ তম বাৎসরিক পূজার আয়োজন হয়।চতুর্মুখ ভগবান বিষ্ণু বিগ্রহ দর্শন সামনের দিকে ভগবান বিষ্ণু,বাঁদিকে নরসিংহ ভগবান,ডানদিকে বরাহ দেব এবং পিছনের দিকে বামন দেব এই চারদেবের রূপ হচ্ছে শ্রী ভগবান বিষ্ণুর রূপ মহাভারতে ভিষ্মদেব যখন মৃত্যুসজ্জায় সায়িত ছিলেন তখন ভগবান বিষ্ণু তাকে এই রূপে দর্শন দিয়ে থাকেন। হিমাচল প্রদেশের চাম্বা অঞ্চলে হরিরাজ দেবের বিগ্রহ পূজিত হয়। শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে এই পূজার প্রবর্তন করেন বৈষ্ণবআচার্যপ্রভুপাদপ্রাণকিশোর গোস্বামী ১৯৭২ খ্রিস্টাব্দে ভারতবর্ষের হিমাচল প্রদেশের চাম্বা এবং কলকাতার শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠিত করেন প্রভু প্রাদ ব্রজরাজ কিশোর গোস্বামী। মানুষের কল্যাণের হোক এটাই এই পুজোর উদ্দেশ্য। প্রেমের টানে ভগবান নৃসিংহ দেব ভক্তের ডাকে আবির্ভূত হয়েছিলেন। থামের ভীতর থেকে তিনি আবির্ভূত হনভক্তের ডাকে সাড়া দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *