বর্ধমান-একদিন কবাডি প্রতিযোগিতা, আয়োজনে দুর্গা নারী শক্তি বাহিনী। অনুষ্ঠিত হয় পানাগর অগ্রগামী ক্লাবের মাঠে। মোট ছয়টি দল এই কবাডি খেলায় অংশগ্রহণ করে বানপুর, পাণ্ডবেশ্বর, পূর্ব বর্ধমান, পানাগর,ও মানকর। প্রত্যেক গ্রুপে 12 জন করে খেলোয়াড় ছিল একজন কোচ একজন ম্যানেজার ছিল। তারপরে সেমিফাইনাল হয়, তারপরে ফাইনাল হয়। সেমিফাইনালে ওঠে পাণ্ডবেশ্বর সেনা এন্টারপ্রাইজ ও পানাগর কাবাডি একাডেমী। ফাইনালে বিজয়ী হয় পানাগর মহিলা কাবাডি একাডেমী। রানাস হয়েছে সিনহাএন্টারপ্রাইজ পাণ্ডবেশ্বর। ফিফটি ওয়ান সিক্সটিন পয়েন্ট পুরস্কার হিসেবে মেডেল দেওয়া হয়। বিভিন্ন বছরে যারা ন্যাশনাল গেমস খেলেছে তাদেরও পুরস্কারের ব্যবস্থা ছিল ও তাদেরও সংবর্ধিত করা হয়। পশ্চিম বর্ধমান ডিসটিক কবাডি একাডেমীর সেক্রেটারি আশীষ কুমার সেন তাকেও সংবর্ধিত করা হয়। ওমেন্স অব দ্য টুর্নামেন্ট হন বৃষ্টি বাগদী, প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন শ্রেয়া খাতুন, বেস্ট ডিফেন্ডার হন মনীষা যাদব, বেস্ট রেডার হন সুমন কুমারী -সিনহা এন্টারপ্রাইজ পাণ্ডবেশ্বর। উপস্থিত ছিলেন ন্যাশনাল অলিম্পিক প্লেয়ার সীমা দত্ত কাবাডি ন্যাশনাল প্লেয়ার সৈয়দ আব্দুল আজীম, তৃণমূলের বিশিষ্ট জন সেবী দেবদাস বক্সী মহাশয়। উপস্থিত ছিলেন পানাগর ওমেন্স কবাডি একাডেমী কোচ সৈয়দ রহমত আলী।খেলাটি পরিচালনা করেছে ত্রিধার্তি নারী শক্তি , খেলা শেষে প্লেয়ারদের ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়, ছটা টিম নিয়ে লীগ কাম নকআউট গেম হয়েছে।
Related Articles
পোশাক শিল্পী ইরানী মিত্র বাংলাতে পাজি ডায়েরী প্রকাশ করলেন
কলকাতা -রাজেন বিশ্বাস রিপোর্ট – জ্ঞানদানন্দিনী দেবী স্বামীর কর্মসূত্রে মুম্বাই গিয়ে সিন্ধি মহিলাদের শাড়ি আকৃষ্ট হয় বঙ্গ ললনাদের উপহার দিলেন পোশাক শিল্পীরা সেই শাড়িকে দিয়েছেন নানা রূপ। এমনই এক পোশাক শিল্পী ইরানী মিত্র।নিজের স্টুডিওতে তিনি মিলিত হলেন সাংবাদিকদের সঙ্গে । উপলক্ষ বাংলা পাঁজির ডাইরি নিয়ে। মাথায় এলো ডাইরিতে যদি পাঁজি সংযোজন করা যায়। তারপর সেই […]
হোলি মহোৎসবে উপভোগ করুন গোকুল শ্রীর আগ্রা চাট ফিস্ট
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – গোকুল শ্রী হোলি মহোৎসবে অনন্য আগ্রার বিখ্যাত চাটের সুস্বাদু খাবারের সাথে পরিচয় করতে নিয়ে এসেছে তাহলে “হোলি স্পেশাল মেনু”। আইকনিক সুজি গোলগাপ্পা থেকে শুরু করে সুস্বাদু আলু টিক্কি চাট এবং বিখ্যাত দিল্লি ছোলে ভাটুরে, মেনুটি উত্তর ভারতে একটি রন্ধনসম্পর্কিত স্বাদের পরিচয় করিয়ে দেয়। অন্যান্য খাবারের মধ্যে রয়েছে দহি ভাল্লা,পাপরি চাট, […]
ড্রিম ছবির শুটিং এর শুভ সূচনা পরিচালনা সোমনাথ গুপ্ত
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -ক্যানিং ঘুটিয়াস্বরিপ এর প্রত্যন্ত গ্রামে নতুন বাংলা সিনেমা ড্রিম-ড্রিম (স্বপ্ন) সিনেমার শুটিং শুরু হয়।কাহিনী চিত্রনাট্য ও সংলাপ অরিন্দম সেনগুপ্ত, পরিচালক সোমনাথ গুপ্ত। এই বাংলা সিনেমা “ড্রিম ড্রিম”অভিনয় করেছেন অভিনেতা দেবেশ রায় চৌধুরী,বিশ্বনাথ বাসু,দেবাশীষ গাঙ্গুলী,অন্তরা ঘোষ, যুক্তা রক্ষিত,বৈশাখী আচার্য আরো অনেক বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন। ড্রিম ড্রিম গল্পটি গ্রামের মেয়ে […]