এই মুহূর্তে জেলা

One day kabaddi competition

বর্ধমান-একদিন কবাডি প্রতিযোগিতা, আয়োজনে দুর্গা নারী শক্তি বাহিনী। অনুষ্ঠিত হয় পানাগর অগ্রগামী ক্লাবের মাঠে। মোট ছয়টি দল এই কবাডি খেলায় অংশগ্রহণ করে বানপুর, পাণ্ডবেশ্বর, পূর্ব বর্ধমান, পানাগর,ও মানকর। প্রত্যেক গ্রুপে 12 জন করে খেলোয়াড় ছিল একজন কোচ একজন ম্যানেজার ছিল। তারপরে সেমিফাইনাল হয়, তারপরে ফাইনাল হয়। সেমিফাইনালে ওঠে পাণ্ডবেশ্বর সেনা এন্টারপ্রাইজ ও পানাগর কাবাডি একাডেমী। ফাইনালে বিজয়ী হয় পানাগর মহিলা কাবাডি একাডেমী। রানাস হয়েছে সিনহাএন্টারপ্রাইজ পাণ্ডবেশ্বর। ফিফটি ওয়ান সিক্সটিন পয়েন্ট পুরস্কার হিসেবে মেডেল দেওয়া হয়। বিভিন্ন বছরে যারা ন্যাশনাল গেমস খেলেছে তাদেরও পুরস্কারের ব্যবস্থা ছিল ও তাদেরও সংবর্ধিত করা হয়। পশ্চিম বর্ধমান ডিসটিক কবাডি একাডেমীর সেক্রেটারি আশীষ কুমার সেন তাকেও সংবর্ধিত করা হয়। ওমেন্স অব দ্য টুর্নামেন্ট হন বৃষ্টি বাগদী, প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন শ্রেয়া খাতুন, বেস্ট ডিফেন্ডার হন মনীষা যাদব, বেস্ট রেডার হন সুমন কুমারী -সিনহা এন্টারপ্রাইজ পাণ্ডবেশ্বর। উপস্থিত ছিলেন ন্যাশনাল অলিম্পিক প্লেয়ার সীমা দত্ত কাবাডি ন্যাশনাল প্লেয়ার সৈয়দ আব্দুল আজীম, তৃণমূলের বিশিষ্ট জন সেবী দেবদাস বক্সী মহাশয়। উপস্থিত ছিলেন পানাগর ওমেন্স কবাডি একাডেমী কোচ সৈয়দ রহমত আলী।খেলাটি পরিচালনা করেছে ত্রিধার্তি নারী শক্তি , খেলা শেষে প্লেয়ারদের ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়, ছটা টিম নিয়ে লীগ কাম নকআউট গেম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *