কলকাতা ~ মেডিকা শুরু করল জেলা স্তরে স্তন ও সার্ভিকাল ক্যান্সার ডায়াগনোসিস ~
মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, অন্যতম একটি বড় প্রাইভেট হসপিটাল চেন এবং পূর্ব ভারতে পুরোদস্তুর ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি ট্রেন্ডসেটার, সামনের ৪ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করতে চলেছে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানগুলোর লক্ষ্যই হল মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে সচতনতা গড়ে তোলা, সাপ্তাহিক স্ক্রিনিং করা এবং পশ্চিমবঙ্গের ৬টি জেলায় মহিলাদের জন্য কনসালটেন্সি পরিষেবা শুরু করা।
মেডিকা ক্যান্সার হসপিটাল এক মাস ভিত্তিক স্ক্রিনিং শুরু করতে চলেছে, যা শুরু হবে ৪ই ফেব্রুয়ারি থেকে আর চলবে ৮ই মার্চ অবধি। এটি সম্পূর্ণ বিনা মূল্যে হবে এবং এই স্ক্রিনিং এর মধ্যে থাকবে আল্ট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাম এবং প্যাপ স্মিয়ার। মেডিকার অনকোলজি টিম দায়বদ্ধ কমিউনিটি স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তারের ক্ষেত্রে। তাদের প্রচেষ্টাগুলো ক্যান্সার ধরা পড়া এবং আটকানোর ক্ষেত্রে যে ফারাক রয়েছে বর্তমানে, তা কমাতে সাহায্য করবে। বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ হচ্ছে তৃতীয় বছর, পর পর যেখানে ‘ক্লোজ দ্য কেয়ার গ্যাপ’ ক্যাম্পেইন রান করানো হবে, যাতে সমতা আনা যেতে পারে পরিষেবা প্রদানের ক্ষেত্রে। এই বছরের লক্ষ্য হল যাতে আরো নতুন সংস্থা কাছাকাছি এসে এবং সকল সমমনস্ক মানুষকে নিয়ে জোরালো দাবি তোলা মানুষের কাছে। এই উপলক্ষ্যে একটি সেশনের আয়োজন করা হয়েছিল প্রেস ক্লাবে। এই সেশনে অংশগ্রহণ করেন প্রফেসর (ডঃ) সুবীর গাঙ্গুলি, সিনিয়র কনসালটেন্ট, অ্যাডভাইজার, রেডিয়েশন অনকোলজি, ডঃ অরুণাভ রায়, সিনিয়র কনসালটেন্ট এবং গাইনিলজিক অনকোলজি এবং রোবোটিক সার্জারির বিভাগীয় প্রধান, ডঃ সায়ন দাস, সিনিয়র কনসালটেন্ট, ড. সৌমিত্র ভারদ্বাজ (সমুহ প্রধান মার্কেটিং অফিসার), ডঃ প্রদীপ কুমার মন্ডল, কনসালটেন্ট, মেডিক্যাল এবং হেমাটো – অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি বিভাগীয় প্রধান, ডঃ পূজা আগরওয়াল, কনসালটেন্ট, সার্জিক্যাল অনকোলজি (স্তনের সার্জারি)।
একটি ক্যান্সার সচেতনতা র্যালি আয়োজন করা হয়েছে ৪ই ফেব্রুয়ারি বহরমপুরে। এই সমাবেশ আয়োজন করা হয়েছে শহীদ ক্ষুদিরাম পাঠাগার এবং ফাইট ক্যান্সার ক্লাবের যৌথ সহায়তায়। একই দিনে আরেকটি র্যালির আয়োজন যা শুরু হবে কন্টাই থেকে। এই র্যালি আয়োজনের সহায়তায় রয়েছে মেডস্কয়ার হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড, ডায়াগনস্টিক এবং পলিকলিনিক, লায়ন্স ক্লাব অফ কন্টাই এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (গ্রামীণ শাখা)। এর লক্ষ্য হল ক্যান্সার দ্রুত স্ক্রিনিং এবং ক্যান্সার আটকানোর ক্ষেত্রে মানুষের সচেতনতা গড়ে তোলা। মেডিকা ইতিমধ্যেই শুরু করেছে পূর্ব ভারতের প্রথম বাড়ি ভিত্তিক প্যালিয়েটিভ কেয়ার এবং মনোবিনা ক্লিনিক। Sr. No. শহর জেলা দিন স্ট্যাটাস
1 কন্টাই এবং তমলুক পূর্ব মেদিনীপুর প্রতি শুক্রবার শেষ দুই মাস ধরে চলছে
2 আরামবাগ এবং শ্রীরামপুর হুগলি প্রতি বৃহস্পতিবার ৮ই ফেব্রুয়ারি থেকে
3 বারাসাত এবং দমদম উত্তর চব্বিশ পরগনা প্রতি বুধবার ২৪শে ফেব্রুয়ারি থেকে
4 বহরমপুর মুর্শিদাবাদ প্রতি বুধবার ২৭শে ফেব্রুয়ারি থেকে
5 কৃষ্ণনগর নদীয়া প্রতি মঙ্গলবার ২৭শে ফেব্রুয়ারি থেকে
6 শিলিগুড়ি দার্জিলিং প্রতি শনিবার শেষ দুই বছর ধরে চলছে