তারাপীঠ-শুভ ঘোষ রিপোর্ট -মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে১৯তম বর্ষ বীরভূম জেলার তারাপীঠে ১৭ই ফেব্রুয়ারি ও ১৮ই ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।বামদেবের আরাধ্য ধাম শ্রেষ্ঠপিঠ তারাপীঠে হোটেল তীর্থ মা তারা স্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার সাইকেল প্রদান,দুস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন,স্বাস্থ্য সচেতনতা শিবির,গনবিবাহ,দুঃস্থ ছাত্র ও ছাত্রীদের শিক্ষার সামগ্ৰী প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্বশান্তি মহাযজ্ঞ, ভক্তিমূলক জ্ঞান ও আধুনিক সংগীতের আয়োজন করা হয়। বীরভূম জেলার তারাপীঠে মা তারাশ্রীতা ভক্তবৃন্দের দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে সভাপতি সঞ্জীব সেন চৌধুরী সহ-সভাপতি অপু রায়, অভিজিৎ গুছাইত, অমিয় মুখার্জি, সম্পাদক রক্তিম দাশগুপ্ত,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়, আদ্যাপীঠের মহারাজ শ্রীমৎ রাজেন মহারাজ, কামারহাটি মিউনিসিপালিটি চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর মুনিসিপালিটি কাউন্সিলর মাননীয় রামকৃষ্ণ পাল এ ছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Related Articles
Celebrating 15 years of unisex salons
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – ২০২৪ এর আজ পয়লা ফেব্রুয়ারি উত্তর কলকাতার কাকুরগাছির কাছে এন ওয়াই ইউনিসেক্স সেলুনের 15 তম বর্ষ পূর্ণ হল। বলিউড অভিনেতা টোটা রায়চৌধুরী এন ওয়াই ইউনিসেক্সের সেলুনের ফিতে কেটে শুভ সূচনা করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিতা ব্যানার্জি,স্বাগত রায় চৌধুরী, প্রীতি রায় কর্মকার, মৌসুমী বসু মডেল সহ, মডেল বিলকিস বেগম […]
Latest technology sound box LG XBoom XL5S has arrived in the market
কলকাতা -বিরাটি – সৃঞ্জিনী পোদ্দার রিপোর্ট – ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এলজি নিয়ে এলো এমন এক অত্যাধুনিক মিউজিক সিস্টেম যা একেবারে অভিনব বলাবাহুল্য। মাত্র ৩৫০০০ টাকায় আপনার পার্টি কে পরবর্তী স্তরে নিয়ে যাবে এলজি এক্সবুম এক্সএল৫এস।এদিন আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করা হয়। দিন বদলাচ্ছে, বদলাচ্ছে জীবন ধারাও।আধুনিক প্রযুক্তির যুগে আরো একধাপ এগিয়ে এলো এলজি কোম্পানি। […]
বেলঘরিয়ার অঙ্গনের আয়োজনে অনুষ্ঠিত হলো নাট্য উৎসব
কলকাতা-ইন্দ্রজিৎ আইচ রিপোর্ট -অঙ্গন বেলঘরিয়া নাট্য দলের আয়োজনে বেলঘরিয়া ছাত্র মঙ্গল স্কুল নাট্য মঞ্চে অনুষ্ঠিত হলো দুদিনের অঙ্গন বেলঘরিয়া নাট্য উৎসব ২০২৪। প্রথমদিন মঞ্চস্থ হয় রম্বস প্রযোজিত নাটক ” রবি ঠাকুরের মূর্তি “। রূপান্তর সৌমিত্র চট্টোপাধ্যায়। সম্পাদনা ও নির্দেশনা অঞ্জন বিশ্বাস। এই দিনের পরের নাটক টি ছিলো বেলঘরিয়া গোধূলির নাটক” প্রতিপক্ষ “। নাট্যকার দীপ – […]