এই মুহূর্তে জেলা

A two-day program of Maa Tara Shreetha devotees at Tarapeeth

তারাপীঠ-শুভ ঘোষ রিপোর্ট -মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে১৯তম বর্ষ বীরভূম জেলার তারাপীঠে ১৭ই ফেব্রুয়ারি ও ১৮ই ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।বামদেবের আরাধ্য ধাম শ্রেষ্ঠপিঠ তারাপীঠে হোটেল তীর্থ মা তারা স্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার সাইকেল প্রদান,দুস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন,স্বাস্থ্য সচেতনতা শিবির,গনবিবাহ,দুঃস্থ ছাত্র ও ছাত্রীদের শিক্ষার সামগ্ৰী প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্বশান্তি মহাযজ্ঞ, ভক্তিমূলক জ্ঞান ও আধুনিক সংগীতের আয়োজন করা হয়। বীরভূম জেলার তারাপীঠে মা তারাশ্রীতা ভক্তবৃন্দের দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে সভাপতি সঞ্জীব সেন চৌধুরী সহ-সভাপতি অপু রায়, অভিজিৎ গুছাইত, অমিয় মুখার্জি, সম্পাদক রক্তিম দাশগুপ্ত,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়, আদ্যাপীঠের মহারাজ শ্রীমৎ রাজেন মহারাজ, কামারহাটি মিউনিসিপালিটি চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর মুনিসিপালিটি কাউন্সিলর মাননীয় রামকৃষ্ণ পাল এ ছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *