এই মুহূর্তে রাজ্য

February 21 is International Mother Language Day

কলকাতা – পিনাকী চৌধুরী- ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসলে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান । আর সেই মাতৃভাষার জন্য ‌একটি ঐতিহ্যের হাত ধরেই যেন প্রতিবেশী দেশ বাংলাদেশ আত্মপ্রকাশ করে। ভারতীয় উপমহাদেশ তখন সদ্য স্বাধীন এক দেশ। আর ধর্মের ভিত্তিতে পাকিস্তান তখন দু’টো ভূখণ্ডে বিভক্ত। পশ্চিম পাকিস্তানের মূল ভাষা উর্দু হলেও পূর্ব পাকিস্তানের মূল ভাষা হল বাংলা । আর তদানীন্তন সময়ে পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর রুষ্ট ছিল। আর পূর্ব পাকিস্তান তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করবার জন্য আন্দোলন শুরু করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। আব্দুল, জব্বার সহ একাধিক তরুণ প্রজন্মের আন্দোলনকারী পুলিশের গুলিতে মারা যান। সময় থেমে থাকে নি। তারপর পদ্মা দিয়ে বয়ে গেছে অনেক জল ! মুক্তিযোদ্ধাদের অনেক আত্মত্যাগ, আন্দোলনের মাধ্যমে ভাষার ভিত্তিতে জন্ম হয় বাংলাদেশের । ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে মাতৃভাষার বিষয়টি উত্থাপন করা হয়। ১৮৮ টি দেশ সমর্থন করে। ২০১০ সালের ২১ অক্টোবর জাতিসংঘের ৬৫ তম অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করে বাংলাদেশ। সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাস্তবে অনেক উত্থান পতন, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বাংলা ভাষা এখন আন্তর্জাতিক আঙিনায় সমাদৃত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *