কলকাতা – পিনাকী চৌধুরী- ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসলে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান । আর সেই মাতৃভাষার জন্য একটি ঐতিহ্যের হাত ধরেই যেন প্রতিবেশী দেশ বাংলাদেশ আত্মপ্রকাশ করে। ভারতীয় উপমহাদেশ তখন সদ্য স্বাধীন এক দেশ। আর ধর্মের ভিত্তিতে পাকিস্তান তখন দু’টো ভূখণ্ডে বিভক্ত। পশ্চিম পাকিস্তানের মূল ভাষা উর্দু হলেও পূর্ব পাকিস্তানের মূল ভাষা হল বাংলা । আর তদানীন্তন সময়ে পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর রুষ্ট ছিল। আর পূর্ব পাকিস্তান তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করবার জন্য আন্দোলন শুরু করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। আব্দুল, জব্বার সহ একাধিক তরুণ প্রজন্মের আন্দোলনকারী পুলিশের গুলিতে মারা যান। সময় থেমে থাকে নি। তারপর পদ্মা দিয়ে বয়ে গেছে অনেক জল ! মুক্তিযোদ্ধাদের অনেক আত্মত্যাগ, আন্দোলনের মাধ্যমে ভাষার ভিত্তিতে জন্ম হয় বাংলাদেশের । ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে মাতৃভাষার বিষয়টি উত্থাপন করা হয়। ১৮৮ টি দেশ সমর্থন করে। ২০১০ সালের ২১ অক্টোবর জাতিসংঘের ৬৫ তম অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করে বাংলাদেশ। সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাস্তবে অনেক উত্থান পতন, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বাংলা ভাষা এখন আন্তর্জাতিক আঙিনায় সমাদৃত হয়েছে।
Related Articles
বুদ্ধ পূর্ণিমার উৎসব পালন ও বিশ্ব শান্তির বার্তা
কলকাতা -শুভঘোষরিপোর্ট-ইউনাইটেডবুদ্ধিস্টওয়েলফেয়ার অর্গানাইজেশন এন্ড অল বুদ্ধিস্টওয়েলফেয়ারঅর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল যৌথ প্রয়াসে বিশ্বজুড়ে অহিংসা মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিলেন। বিশ্ব শান্তির বার্তা দিলেন দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা।২৫৬৮ তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে বুদ্ধ পুর্নিমারঅনুষ্ঠানেরআয়োজন করা হয়। ভারত ছাড়াও তিব্বত,চীন,মায়ানমার,শ্রীলংকা, ভিয়েতনামও অন্যান্যদেশথেকেবুদ্ধভিক্ষুরাএসেছিলেনঅনুষ্ঠানে যোগ দিতে ।সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব শান্তির জন্য […]
পোশাক শিল্পী ইরানী মিত্র বাংলাতে পাজি ডায়েরী প্রকাশ করলেন
কলকাতা -রাজেন বিশ্বাস রিপোর্ট – জ্ঞানদানন্দিনী দেবী স্বামীর কর্মসূত্রে মুম্বাই গিয়ে সিন্ধি মহিলাদের শাড়ি আকৃষ্ট হয় বঙ্গ ললনাদের উপহার দিলেন পোশাক শিল্পীরা সেই শাড়িকে দিয়েছেন নানা রূপ। এমনই এক পোশাক শিল্পী ইরানী মিত্র।নিজের স্টুডিওতে তিনি মিলিত হলেন সাংবাদিকদের সঙ্গে । উপলক্ষ বাংলা পাঁজির ডাইরি নিয়ে। মাথায় এলো ডাইরিতে যদি পাঁজি সংযোজন করা যায়। তারপর সেই […]
পেইন ম্যানেজমেন্টে চিকিৎসাশাস্ত্রের অত্যন্ত প্রয়োজনীয় শাখার আন্তর্জাতিক সম্মেলন
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -আন্তর্জাতিক সম্মেলনে কোলকাতায় ৮ই-৯ই মার্চ শুক্রবার ও শনিবার দুইদিন রবিবার ১০ই মার্চ পর্যন্ত কলকাতা নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।এই সম্মেলনে দেশ বিদেশের প্রায় আড়াইশ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানীরা যোগ দেন।কলকাতায় এই ইন্টারন্যাশানাল কনফারেন্স 8th ‘International Conference on Recent Advances in Pain (ICRA Pain-2024)’উদ্যোক্তা এই শহরেরই আন্তর্জাতিক […]