কলকাতা – পিনাকী চৌধুরী- দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস । গত শতাব্দীর আটের দশক থেকেই বিভিন্ন অনুষ্ঠান, অ্যালবাম এবং ছবির গানে শ্রোতাদের রীতিমতো মাতিয়ে রাখতেন পঙ্কজ উদাস। বস্তুতঃ তাঁর কন্ঠসৌকর্যে যেন আপামর ভারতবাসী মুগ্ধ হতেন । ১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই গজল শিল্পী। কেশুভাই উদাস এবং জিতুবেন উদাসের তিন সন্তানের মধ্যে সকলের ছোট ছিলেন পঙ্কজ উদাস। পারিবারিক সূত্রে সঙ্গীতের প্রতি উৎসাহ ছিল তাঁর। তবে শুরুতে তবলার তালিম নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে সঙ্গীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ উদাস। তারপর মুম্বাই চলে আসেন। সিনেমার গানে তাঁর অভিষেক হয় ‘ হম তুম ওউর ওহ্ ‘ ছবির মাধ্যমে। তাঁর অসাধারণ কন্ঠে ‘ না কাজরে কি ধার ‘ এখনও সকলের মুখে মুখে ফেরে ! ১৯৮৬ সালে ‘ নাম ‘ সিনেমায় তাঁর গাওয়া ‘ চিঠঠি আয়ি হ্যায় ‘ গানটি যেন তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তুলে দেয় । ১৯৯১ সালে ‘ সাজন ‘ ছবিতে তাঁর কন্ঠে গাওয়া ‘ জিয়ে তো জিয়ে ‘ গানটিও যথেষ্ট শ্রুতিমধুর। দেশ বিদেশের অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন পঙ্কজ উদাস। ২০০৬ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। বিশিষ্ট এই গজল শিল্পীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বর্ণময় জীবনের পরিসমাপ্তি ঘটল । তবে পঙ্কজ উদাস তাঁর সুরের মূর্ছনায় শ্রোতাদের মনের মণিকোঠায় থেকে যাবেন চিরকাল।।
Related Articles
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাউন্ড্রিম্যান এবং প্রগ্রেসিভ ইনোভেটর প্রাইভেট লিমিটেড আইএসও 9001 সার্টিফিকেশন অর্জন করেছে
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাউন্ড্রিম্যান (IIF)গর্বিতভাবে প্রগ্রেসিভ ইনোভেটর প্রাইভেট লিমিটেডের সাথে সংযুক্ত ভাবে আইএসও 9001সার্টিফিকেশন অর্জনের কথা ঘোষণা করেছে। এটি গুণগত নিশ্চয়তা এবং অ-আর্থিক কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডে বিশেষজ্ঞ একটি নেতৃস্থানীয় পরামর্শদাতা সংস্থা।এই মাইলফলক অর্জনটি ফাউন্ড্রি শিল্পের মধ্যে প্রক্রিয়া-অভিযোজন এবং গুণমান ব্যবস্থাপনার প্রতিশ্রুতি নির্দেশ করে। এই সংস্থাটি পরামর্শমূলক পরিষেবাগুলিতে দক্ষতার জন্য এবং 3000 টিরও […]
বিশ্ব হাঁপানি দিবসে সিএমআরআই হসপিটালে অ্যাজমা ক্লিনিক
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -কলকাতারসিএমআরআই- হসপিটালে অ্যাজমা ক্লিনিক চালু করা হলো,বিশ্ব হাঁপানি দিবসে। এটি হবে হাসপাতালের প্রথম অত্যাধুনিক গুরুতর হাঁপানি ক্লিনিক যা বিশ্ব মানের সাথে সমান ভাবে পরিষেবা প্রদান করে থাকবে,বিশ্বমানের হাঁপানির চিকিৎসা প্রদান করবে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে। দুটি পদ্ধতিতে এই রোগের উপস্থিতি শনাক্তকরণ করা হবেএবং চিকিৎসা করা হবে,বিশ্বব্যাপী অ্যাজমা বা ফুসফুসের রোগের প্রাথমিক […]
Event organized by Bengal Media Club
বেঙ্গল মিডিয়া ক্লাব সাংবাদিকদের নিজস্ব সংগঠন এই চিন্তা ভাবনা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে। এই সংগঠনটি প্রায় একার উদ্যোগে গড়ে তুলেছেন নমস্কার কলকাতা সংবাদপত্রের সম্পাদক কাওসার আলী।সাংবাদিকদের কাজ মূলত বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করা এবং সেই সংবাদ জনসাধারণের সামনে তুলে ধরা বা পরিবেশন করা। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও তাদের কাজ করতে হয়। আবার অনেক […]