এই মুহূর্তে বিনোদন

Ghazal artist Pankaj Udas passed away

কলকাতা – পিনাকী চৌধুরী- দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস । গত শতাব্দীর আটের দশক থেকেই বিভিন্ন অনুষ্ঠান, অ্যালবাম এবং ছবির গানে শ্রোতাদের রীতিমতো মাতিয়ে রাখতেন পঙ্কজ উদাস। বস্তুতঃ তাঁর কন্ঠসৌকর্যে যেন আপামর ভারতবাসী মুগ্ধ হতেন । ১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই গজল শিল্পী। কেশুভাই উদাস এবং জিতুবেন উদাসের তিন সন্তানের মধ্যে সকলের ছোট ছিলেন পঙ্কজ উদাস। পারিবারিক সূত্রে সঙ্গীতের প্রতি উৎসাহ ছিল তাঁর। তবে শুরুতে তবলার তালিম নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে সঙ্গীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ উদাস। তারপর মুম্বাই চলে আসেন। সিনেমার গানে তাঁর অভিষেক হয় ‘ হম তুম ওউর ওহ্ ‘ ছবির মাধ্যমে। তাঁর অসাধারণ কন্ঠে ‘ না কাজরে কি ধার ‘ এখনও সকলের মুখে মুখে ফেরে ! ১৯৮৬ সালে ‘ নাম ‘ সিনেমায় তাঁর গাওয়া ‘ চিঠঠি আয়ি হ্যায় ‘ গানটি যেন তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তুলে দেয় । ১৯৯১ সালে ‘ সাজন ‘ ছবিতে তাঁর কন্ঠে গাওয়া ‘ জিয়ে তো জিয়ে ‘ গানটিও যথেষ্ট শ্রুতিমধুর। দেশ বিদেশের অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন পঙ্কজ উদাস। ২০০৬ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। বিশিষ্ট এই গজল শিল্পীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বর্ণময় জীবনের পরিসমাপ্তি ঘটল । তবে পঙ্কজ উদাস তাঁর সুরের মূর্ছনায় শ্রোতাদের মনের মণিকোঠায় থেকে যাবেন চিরকাল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *