এই মুহূর্তে রাজ্য

সতীশ চন্দ্র দাস এন্ড সন্স এর উদ্যোগে মিষ্টি কারিগরি দের প্রশিক্ষণ কেন্দ্রশালা।

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -গার্ডেনরিচ ফতেপুর হরিসভার মোড়ে সতীশ চন্দ্র দাস এন্ড সন্স ২০ বছর অপেক্ষার অবসানে ঘটিয়ে নতুন পথে দিশারী উৎকর্ষ বাংলার অধীনে ছানা মিষ্টির পণ্যের কারিগর সংস্থাপত্র প্রদান এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুইট টেকনোলজি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। সতীশ ময়রার শতবর্ষ অতিকম করেই সামাজিক দায়বদ্ধতার শিক্ষা ও সঙ্গতির পিছিয়ে পড়া যুবক-যুবতীদের সামান্য ট্রেনিং প্রশিক্ষণের গড়ে তোলার স্বপ্নে বিগত কুড়ি বছর ধরে সহযোগিতার ৩০ জন প্রথম ব্যাচকে হাতে-কলমে ৪৫০ ঘন্টা প্রশিক্ষণ করে উত্তীর্ণ প্রার্থীদের সরকারি সংস্থা পত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মাননীয় স্পিকার চিফগেস্ট বিমান বন্দ্যোপাধ্যায়, মিষ্টি উদ্যোগের কারিগরি প্রেসিডেন্ট শ্রী ধীমান দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *