কলকাতা -রাজেন বিশ্বাস রিপোর্ট -রূপান্তকামীরা ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরাও যে সমাজের একটা অংশ সেটা বোঝা দরকার সকলের। স্কুলের পঠন পাঠনের মধ্যেও আসুক ট্রান্স জেন্ডার দের কথা এমনটাই মনে করেন আদিত্য বিড়লা বাণী ভারতী স্কুল রিষড়ার প্রিন্সিপাল গৌতম সরকার। আজ রূপান্তরকামীদের নিয়ে এক আলোচনা ও ওয়ার্কশপের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গনে। পাশাপাশি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে এক প্রতিভা প্রদর্শনের আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরী নারী ও অ্যাক্টিভিস্ট রঞ্জিতা সিনহা, জো দত্ত, শ্রুতি চক্রবর্তী, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১১ ও অভিনেত্রী রিচা শর্মা ও স্কুলের প্রিন্সিপাল গৌতম সরকার সহ অন্যান্যরা। এই ওয়ার্কশপে লেখাপড়া ছাড়াও সংগীত ,নৃত্য, আবৃতি, অঙ্কন, যোগা, কম্পিউটার,দাবা, ফুটবল, ডিবেট ছাড়াও বিভিন্ন বিষয়ের আয়োজন করা হয়। এই ওয়ার্কশপে ৭০০থেকে ৮০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ওয়ার্কশপ শেষ হবে মার্চ মাসের ৩১তারিখ পর্যন্ত।
Related Articles
টেকসই ও গতিশীলতার নতুন যুগের সূচনা করলো রাফ্ট কসমিক ইভি
কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট -বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকল/ইভি) শিল্পের শীর্ষস্থানীয় নাম,রাফ্ট কসমিক ইভি বৃহস্পতিবার অত্যাধুনিক ইভি পণ্যযান গুলিকে উপস্থাপন করে। অনুষ্ঠানটি উদ্ভাবন এবং পরিশীলিতার তারা ৪টি ইভি বাজারে নিয়ে আসে।প্রতিটি মডেল স্বতন্ত্ তুলে ধরে। রাফ্ট কসমিক ইভি ওয়ারিয়র (স্ট্রিট ফাইটার),স্থিতিস্থাপকতা এবং শক্তিকে মূর্ত করে রাফ্ট কসমিক ইভি ইন্দাস (রেঞ্জ কিং), পরিসীমা দক্ষতায় নতুন মান স্থাপন করে,দীর্ঘ […]
Arya Computec Pvt Ltd inaugurates Omen’s Playground Gaming Store at E-Mall, Kolkata
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – আর্য কম্পিউটার প্রাইভেট লিমিটেড ওম্যান প্লেগ্রাউন্ড নামে একটি গেমিং স্টোর এর শুভ সূচনা হলো কলকাতার- ই -মলে। ওমেন প্লেগ্রাউন্ড নামে এই গেমিং স্টোর টিতে এইচপি গেমিং ল্যাপটপ, ডেক্সটপ ও অন্যান্য পণ্য সামগ্রী ও তার সমারোহ পাওয়া যাবে। এই স্টোরটি জনসমক্ষে আরো প্রচারের জন্য একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। নভেম্বর […]
ভোটের কালি সম্পর্কে কিছু কথা
কলকাতা-পিনাকী চৌধুরী- ভোটের কালি সম্পর্কে :দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় ! তবে দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে ! ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নজরকাড়া প্রচারে ঝড় উঠেছে ! তবে ভোটদাতাদের তর্জনী তে এক বিশেষ ধরনের কালির দাগ দেওয়া হয়, যাতে বোঝা যায় তিনি ভোটদান করেছেন । প্রসঙ্গত, এই বিশেষ ধরনের কালি কিন্তু খোলা বাজারে কিনতে পাওয়া যায় […]