এই মুহূর্তে খেলা জেলা দেশ বিদেশ বিনোদন রাজ্য

ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

কলকাতা – ছোট ছবির বড় উৎসব, চতুর্থতম ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল শুরু হলো। এই চার বছরেউৎসব অনেকটাই বড় হয়েছে। ছয় দিনের উৎসবে জমজমাট ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভেল। জীবন কৃতি পুরস্কার পাচ্ছেন বর্ষিয়ান অভিনেতা মোহন আগাসে। ২৩শে জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি এই ৬ দিন চলবে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভাল। ত্রিশটি দেশের ছোট ছবি দেখানো হবে এবারের উৎসবে। সারা পৃথিবী থেকে মোট 270 টি ছবি জমা পড়েছে। তাদের মধ্যে আশিটি ছবি মনোনীত হয়েছে, এই আশিকি ছবি ৬ দিনের উৎসবে দেখানো হবে। তার মধ্যে উল্লেখযোগ্য যুদাজিৎ বসুর নেহেমিচ। দ্যা টু ওয়ে স্ট্রিট এই ছবিটি ভারতীয় ছবি হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছে। মোহন আগাছে অভিনীত মাই ফাদার ইজ অফ্রেড অফ ওয়াটার দেখার সুযোগ থাকছে। ছবি দেখানো ছাড়া এবারের উৎসবে থাকছে সেমিনার মাস্টার ক্লাস। উৎসবের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী কোথায় ছোট ছবি এখন ভবিষ্যৎ, দিন দিন ছোট ছবি চাহিদা বাড়ছে। ছোট ছবি বাজারকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। শেষ দিনে থাকছে ঢালাও আয়োজন প্রায় ৩০ টি পুরস্কারের ব্যবস্থা থাকবে। অন্য বছরের মত এ বছরও জীবন কৃতি পুরস্কার এবং জীবনগুহ মেমোরিয়াল পুরস্কার থাকছে। সবার থেকে দারুন সাড়া পেয়ে এই ভালোবাসা নিয়েই এগিয়ে চলবে ছোট ছবির বড় উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *