*এই প্রচন্ড গরমে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর শ্রীতম সার্জিক্যাল এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।* আজ ২৮ শে মার্চ ২০২৪ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কল্যানপুর বিবিমাতা মন্দির মাঠ প্রাঙ্গনে শ্রীতম সার্জিক্যাল এবং কে,পি,সি মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ প্রয়াসে ৬-তম রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।আজকের এই রক্তদান শিবিরে বারুইপুর শ্রীতম সার্জিক্যাল কর্ণধার শৈলেন নস্কর স্ত্রী পাপিয়া নস্কর যৌথ প্রয়াসে অনুষ্ঠিত হয়।আজকে মূলত উপস্থিত ছিলেন যাদবপুর কে,পি,সি মেডিকেল কলেজের হেড সিস্টার বাসন্তী দাস মহাশয়া এবং বারুইপুর শ্রীতম সার্জিক্যাল মার্কেটিং ম্যানেজার সাধন গাইন, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।আজকে এই ৬ই তম রক্তদান শিবিরে বারইপুর অঞ্চলে বহু দূর-দূরান্ত থেকে আসা ১৫০জন রক্তদাতা রক্তদান করেন। শ্রীতম সার্জিক্যাল এর কর্ণধার শৈলেন নস্করের উদ্যোগে শীতকালে ঝাড়গ্রামে অধিবাসীদের জন্য ১০০জন গরিব অসহায় মানুষদের শীতকালীন বস্ত্র ও খাবারদাবার দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া বারুইপুর অঞ্চলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা কৃতি ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান ও মানপত্র দেওয়া হয়।বারুইপুর কল্যানপুর বিবিমাতা মন্দিরে বহু গরিব অসহায় মানুষদের অন্য দানেরও ব্যবস্থা করা হয়। *বারইপুর থেকে শুভ ঘোষের রিপোর্ট*
Related Articles
Arya Computec Pvt Ltd inaugurates Omen’s Playground Gaming Store at E-Mall, Kolkata
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – আর্য কম্পিউটার প্রাইভেট লিমিটেড ওম্যান প্লেগ্রাউন্ড নামে একটি গেমিং স্টোর এর শুভ সূচনা হলো কলকাতার- ই -মলে। ওমেন প্লেগ্রাউন্ড নামে এই গেমিং স্টোর টিতে এইচপি গেমিং ল্যাপটপ, ডেক্সটপ ও অন্যান্য পণ্য সামগ্রী ও তার সমারোহ পাওয়া যাবে। এই স্টোরটি জনসমক্ষে আরো প্রচারের জন্য একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। নভেম্বর […]
আদ্যাপিঠে রামনবমীতে কুমারী পুজোর বিশেষ অনুষ্ঠান
কলকাতা আদ্যাপীঠ – শুভ ঘোষ রিপোর্ট -প্রতি বছরের মতো এই বছরও আজ ১৭ই এপ্রিল ২০২৪ রামনবমীর শুভ সন্ধিক্ষণে কলকাতার দক্ষিণেশ্বর আদ্যাপীঠে তিথি নক্ষত্র অনুযায়ী বাসন্তী পূজা ও রামনবমীর দিনে আদ্যামায়ের ছোট্ট কন্যারূপের পূজো হেতু প্রতিবছরের মত এ বছরও কুমারী পূজার আয়োজন করা হয়।আদ্যাপীঠের এই বিশেষ অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য তুলে ধরার উদ্দেশ্যে সাংবাদিক বৈঠকের আয়োজন করা […]
Human services Mahalaxmi Continental Limited
কলকাতা – মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মহালক্ষ্মী কন্টিনেন্টাল লিমিটেড অসহায় মানুষের জন্য জাতি ধর্ম নির্বিশেষে শীতবস্ত্র তুলে দিলেন। সামনেই প্রজাতন্ত্র দিবস প্রায় শতাধিক মানুষের শীতবস্তুর পাশাপাশি খাদ্য প্রদান করলেন এবং আগামী দিনগুলো তেও সেবা করার শপথ নিলেন। আগামীতে দেশের দশের সেবায় বদ্ধপরিকর। মহালক্ষী গ্রুপের কর্ণধার নবীন সিংহল এবং স্বপ্না সিংহল এদিন কালীঘাট মন্দিরে মায়ের […]