কলকাতা – শুভ ঘোষ রিপোর্ট -কলকাতার রাজা কালীকৃষ্ণ লেন শোভাবাজার গোপীনাথ রাজবাড়ি বাবলু স্যার কোচিং সেন্টারে ২৫ তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বাবলু স্যারের কোচিং সেন্টারে মোট ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন।বাবলু স্যার কোচিং সেন্টারে ছাত্র ও ছাত্রীরা তুষার সাউ,সঞ্জু সাউ, অর্ণব পাল,সৌম্যদীপ সাহা,সুবর্ণা দত্ত,পাপিয়া দাস আরো অনেক ছাত্রছাত্রীরা এই রক্তদান শিবিরে রক্ত দেন।আজকে মূলত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিটি কেবিলের কর্ণধার তিনকারি দত্ত মহাশয়,শ্রীরাম ডায়গনিক সেন্টারের কর্ণধার সঞ্জীব আচার্য, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ব্যানার্জি,হাটখোলা ব্লাড ব্যাংকের অধিকর্তা ডি,আসিস মহাশয়, সমাজসেবী ইন্দ্রনীল চ্যাটার্জী, অলোক নাথ সিকদার, আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Related Articles
Press conference at Calcutta Press Club courtesy West Bengal Child and Women Welfare Organization
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় কলকাতা প্রেসক্লাবে।১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সোমবার বিকালে বসিরহাটের জেলার সন্দেশখালি যাবার পথে ন্যাজাট থানার পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। বলা হয় ১৪৪ ধারা আছে, তাই আমাদের যেতে দেওয়া হবে না। সন্দেশখালি নারী নির্যাতন হিংসার প্রতিবাদে পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ সংস্থার যেতে বাধা পাওয়ায় ধিক্কার জানিয়েছেন […]
ওয়ার্ল্ড ডান্স উইক এর গ্রান্ড সেলিব্রেশন কলকাতায় প্রথমবার ব্যবস্থাপনায় কাকা
কলকাতা -সৃজা রায় রিপোর্ট – ওয়ার্ল্ড ড্যান্স ডে উপলক্ষে কাকা আয়োজিত তিন দিন ধরে ডান্স প্রতিযোগিতা হয়। তৃতীয় দিনের প্রথমে হয় বলিউড ড্যান্স ও তারই সঙ্গে নাচে বডি ল্যাঙ্গুয়েজ ও লিভসিঙ্ক এর ভূমিকা নিয়ে আলোচনা আয়োজন করা হয়। শ্যামবাজার থেকে কিছুটা দূরে মাত্র দুমাস হয়েছে ওপেনিং। কিছু সফল স্টুডেন্টরা এখানে এসে উপস্থিত হয়েছে। পাঁচখানা ওয়ার্কশপ […]
দ্য ফ্যাশন প্ল্যানেট সিজন ৩ মডেলিং প্রতিযোগিতা
কলকাতা- শুভ ঘোষ রিপোর্ট -মডেলিং প্রতিযোগিতায় দা ফ্যাশন প্লানেট সিজন থ্রির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। The fashion planet season 3 এবং Level 5 Art And Entertainment যৌথ উদ্যোগে একটি মডেলিং ফ্যাশন শো বর্ণময় ও একটি সিনেমার পোস্টার লঞ্চের শুভ মুক্তি হয়।এই মডেলিং শো এর থেকে বেছে নেওয়া প্রতিযোগী দেরই সংস্থার সিনেমায় সুযোগ দেওয়া হবে এই আস্থা […]