কলকাতা -সৃঞ্চিণী পোদ্দার- কামারহাটি বিধানসভার অন্তর্গত INTTUC এর উদ্যোগে তৃণমূল ভবনে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হোন কামারহাটির বিধায়ক মদন মিত্র, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়, তৃণমূল নেতা আনিসুর রহমান সহ কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন দলের বিভিন্ন নেতা ও নেত্রী বর্গ। মানুষকে একসাথে নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে এই দিনের এই ইফতার এর আয়োজন করা হয়। এমনকি ইফতার পার্টিতে অংশগ্রহণকারী সকল মানুষদের জন্য ছিল ঈদ উপলক্ষে নতুন পোশাকের সম্ভার। মহিলা ও পুরুষ দের হাতে নতুন শাড়ি এবং নতুন লুঙ্গি উপহার হিসেবে তুলে দেন কামারহাটি INTTUC এর প্রধান নাঈম খান। এই দিনের এই অনুষ্ঠানে কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা ও সামিল হন। এছাড়াও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বহু তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা । বাচ্চা থেকে বৃদ্ধ সকলের জন্য কামারহাটি তৃণমূল ভবনে আয়োজিত দাওয়াত- ই -ইফতার পার্টিতে রকমারি খাবারের আয়োজন করা হয়।
প্রতিবছর এই রমজানএ ধুমধাম আকারে ইফতার পার্টির অনুষ্ঠান করে থাকে কামারহাটি INTTUC এর সদস্যরা। কামারহাটির বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষদের নিয়ে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।সবাই কে নিয়ে সবার সাথে প্রতি বছর এভাবেই রমজান মাস পালন করবেন বলে জানান সদস্যরা।