এই মুহূর্তে খেলা জেলা দেশ বিদেশ বিনোদন রাজ্য

Human services Mahalaxmi Continental Limited

কলকাতা – মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মহালক্ষ্মী কন্টিনেন্টাল লিমিটেড অসহায় মানুষের জন্য জাতি ধর্ম নির্বিশেষে শীতবস্ত্র তুলে দিলেন। সামনেই প্রজাতন্ত্র দিবস প্রায় শতাধিক মানুষের শীতবস্তুর পাশাপাশি খাদ্য প্রদান করলেন এবং আগামী দিনগুলো তেও সেবা করার শপথ নিলেন। আগামীতে দেশের দশের সেবায় বদ্ধপরিকর। মহালক্ষী গ্রুপের কর্ণধার নবীন সিংহল এবং স্বপ্না সিংহল এদিন কালীঘাট মন্দিরে মায়ের দর্শন এর পর মন্দির সংলগ্ন মানুষের মধ্যে শীত বস্তু তুলে দেন। মহালক্ষী গ্রুপ আসামের গুয়াহাটি অঞ্চলে মানুষের জন্য রান্না ঘর তৈরি করেছেন যেখানে 10 টাকার বিনিময়ে প্রতিদিন খাদ্য পরিবেশন করা হয় বলে জানান। প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মহালক্ষী কন্টিনেন্টাল লিমিটেড অসহায় মানুষের জন্য শীতবস্ত্র প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *