এই মুহূর্তে রাজ্য

কামারহাটি 29 নম্বর ওয়ার্ডে শীতলা পুজোর অনুষ্ঠান

কলকাতা -সৃঞ্চিণী পোদ্দার রিপোর্ট – শীত ও বসন্তের শুকনো মরসুমে শীতলা অষ্টমী তিথিতে প্রধানত মা শীতলা দেবীর পূজা হয়। চৈত্র মাসে মঙ্গলবার, শনিবার শীতলা পূজা হয়। প্রতিবছর মতো এ বছরও শ্রী শ্রী শীতলা দেবীর আরাধনার আয়োজন করেন কামারহাটি রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতির মহিলারা। কামারহাটি রথতলা মোড়ের কাছে ফিডার রোডে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়এই পুজো।দুদিন ব্যাপী শ্রী শ্রী শীতলা মাতার পুজোর আরাধনা চলে । প্রতিবছর এই পুজোর আয়োজন করে থাকে রাণী লক্ষী বাই মহিলা সমিতির সকল সদস্যরা। বেলঘড়িয়া শহর ২৯ নম্বর ওয়ার্ড st obc সেল এর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সম্পন্ন হয় এই শীতলা মায়ের পুজোর আয়োজন।রথতলা গোশালা শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন এলাকার বিভিন্ন মানুষজনেরা। নাম কীর্তন পূজা অর্চনা সহ বিশেষভাবে ভক্তদের প্রসাদ এর ব্যবস্থাও করা হয়। এই পুজো কমিটির তথা আহবাহক কার্তিক হেলা ওরফে সনুর সঞ্চালনায় সন্ধে জুড়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় এই দিনটি। এই উৎসবকে কেন্দ্র করে আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাচ্চা সহ মহিলা ও পুরুষদের হাতে নতুন বস্ত্রও তুলে দেন রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতির কর্ণধার তথা কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা,কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী কাউন্সিলর মেঘনা মিত্র সহ এলাকার বহু চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই অতিথিরাও নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন। আগামী দিনগুলোতেও এইভাবে মানুষের সেবায় প্রতি থাকবো আমরা এমনটাই জানান প্রধান উদ্যোক্তা কাউন্সিলর নির্মলা রায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *