কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – কৈ ভাল্যধাম,যোগা ইনস্টিটিউট এর পক্ষ থেকে ভারত যোগা মেলা সিরিজের আয়োজন করা হয়।মূলত এই অনুষ্ঠানটি মানসিক স্বাস্থ্যের উপরেই রাখা হয়। সুস্থ ও নীরোগ দেহ কি ভাবে রাখতে হবে সেই বিষয়ের নানা ধরণের ব্যায়ম ও যোগা র অনুশীলন এর ব্যবস্থা করা হয়, এবং সেটি হাতে করে শেখানো হয়।এই অনুষ্ঠানটি পার্টনার হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,কলকাতা নিউ আলিপুর রোটারি ক্লাব,উত্তর কলকাতার লায়ন্স ক্লাব,যোগা লাইভ,রবীন্দ্র সরোবর ফ্রেন্ড ফোরাম,ব্রেদপ্রচার ট্রাস্ট,এর সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্য লাভ করে।এই অনুষ্ঠানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জোনাল হেড পি,সি খুরানা,কৈ ভাল্যধামার যোগা ইনস্টিটিউ সংস্থারই সি,ই,ও সুবোধতিওয়ারি,যোগা টিচার রবী দীক্ষিত উপস্থিত ছিলেন। প্রত্যেকটি গুণীজনের বক্তব্যের মাধ্যমে কিভাবে নীরোগ এবং সুস্থ দেহ রাখতে হবে প্রত্যেকের বক্তব্যের মধ্যে দিয়ে সেই সংক্রান্ত বিষয়গুলি উঠে আসে।
Related Articles
কামারহাটি INTTUC এর উদ্যোগে আয়োজিত ইফতার পার্টি
কলকাতা -সৃঞ্চিণী পোদ্দার- কামারহাটি বিধানসভার অন্তর্গত INTTUC এর উদ্যোগে তৃণমূল ভবনে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হোন কামারহাটির বিধায়ক মদন মিত্র, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়, তৃণমূল নেতা আনিসুর রহমান সহ কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন দলের […]
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মেডিকা হাসপাতাল এর কিডনি ট্রান্সপ্লান্ট চ্যাম্পিয়ন মিট
কলকাতা- এই বছর বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে অন্যতম প্রধান বেসরকারি হসপিটাল মেডিকা গ্রুপ অফ হসপিটাল তাদের মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে আয়োজন করেছিল কিডনি ট্রান্সপ্লান্ট চ্যাম্পিয়ন্স মিট। এই আয়োজনের অন্যতম উপলক্ষ্য ছিল কিডনি ট্রান্সপ্লান্ট সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয় নিয়ে তুলে ধরার মূল আলোচনার সভা। উপস্থিত ছিলেন (প্রফেসর) ডঃ দিলীপ কুমার পাহাড়ি, নেফ্রোলজি বিভাগের প্রধান, সিনিয়র ভাইস […]
আন্তর্জাতিক নারী দিবস পালন হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক
কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট -৭ই মার্চ ২০২৪ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কলকাতায় প্রয়োজনীয় ডেন্টাল কেয়ার সলিউশনের মাধ্যমে অ্যাসিড আক্রান্তদের মুখের হাসি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে অনন্য অধিবেশন আয়োজিত করেছিল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন (কলকাতা সিটি),ব্রেভ সোল ফাউন্ডেশন,রোটারি ক্লাব অফ ক্যালকাটা হাইল্যান্ড পার্ক ৩২৯১ এবং হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক।উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা সরকার; স্বনামধন্য […]