এই মুহূর্তে বিনোদন

ওয়ার্ল্ড ডান্স উইক এর গ্রান্ড সেলিব্রেশন কলকাতায় প্রথমবার ব্যবস্থাপনায় কাকা

কলকাতা -সৃজা রায় রিপোর্ট – ওয়ার্ল্ড ড্যান্স ডে উপলক্ষে কাকা আয়োজিত তিন দিন ধরে ডান্স প্রতিযোগিতা হয়। তৃতীয় দিনের প্রথমে হয় বলিউড ড্যান্স ও তারই সঙ্গে নাচে বডি ল্যাঙ্গুয়েজ ও লিভসিঙ্ক এর ভূমিকা নিয়ে আলোচনা আয়োজন করা হয়। শ্যামবাজার থেকে কিছুটা দূরে মাত্র দুমাস হয়েছে ওপেনিং। কিছু সফল স্টুডেন্টরা এখানে এসে উপস্থিত হয়েছে। পাঁচখানা ওয়ার্কশপ এখানে করা হয়েছে বিভিন্ন বিষয়ের উপর মাত্র দুই মাসের মধ্যে। ওয়ার্ল্ড ড্যান্স ডে উপলক্ষে ভিন্ন স্বাদের কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় কাকার নৃত্য। কনসেপ্ট ও কোরীয় গ্রাফি নিয়ে প্রথম দিন কাকার ছাত্ররা অনুষ্ঠানে অংশগ্রহণ করে পারফর্ম করে নিজেদের ড্যান্স ব্যাটেল। দ্বিতীয় দিন ছিল ইন্ডিয়ান ক্লাসিক স্পেশাল দুটি ফ্রী ওয়ার্কশপ। কত্থক ও ভারতনাট্যম নিয়ে অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা করা হয়, করা হয় ওয়ার্কশপ ও। তৃতীয় দিনে হয় ওয়ার্ল্ড ড্যান্স উইকের ফাইনাল সেলিব্রেশন। ওয়েস্টার্ন স্টাইল স্পেশাল দিয়ে শুরু হয় প্রথম অনুষ্ঠান। বলিউড গান দিয়ে হয় পপিং ড্যান্স, তারপরে হয় মিউজিকালিটি ও করিওগ্রাফি নিয়ে বিভিন্ন রকমের আলোচনা, সবার শেষে সফল স্টুডেন্টদের নিয়ে হয় ফটোসেশন এবং তাদের দেওয়া হয় সার্টিফিকেট। জমজমাট তিন দিনের সফল অনুষ্ঠান নিয়ে পথ চলা শুরু করলো কে আর জি একাডেমিক অফ ক্রিয়েটিভ আর্টস অর্থাৎ কাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *