কলকাতা -সৃজা রায় রিপোর্ট – ওয়ার্ল্ড ড্যান্স ডে উপলক্ষে কাকা আয়োজিত তিন দিন ধরে ডান্স প্রতিযোগিতা হয়। তৃতীয় দিনের প্রথমে হয় বলিউড ড্যান্স ও তারই সঙ্গে নাচে বডি ল্যাঙ্গুয়েজ ও লিভসিঙ্ক এর ভূমিকা নিয়ে আলোচনা আয়োজন করা হয়। শ্যামবাজার থেকে কিছুটা দূরে মাত্র দুমাস হয়েছে ওপেনিং। কিছু সফল স্টুডেন্টরা এখানে এসে উপস্থিত হয়েছে। পাঁচখানা ওয়ার্কশপ এখানে করা হয়েছে বিভিন্ন বিষয়ের উপর মাত্র দুই মাসের মধ্যে। ওয়ার্ল্ড ড্যান্স ডে উপলক্ষে ভিন্ন স্বাদের কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় কাকার নৃত্য। কনসেপ্ট ও কোরীয় গ্রাফি নিয়ে প্রথম দিন কাকার ছাত্ররা অনুষ্ঠানে অংশগ্রহণ করে পারফর্ম করে নিজেদের ড্যান্স ব্যাটেল। দ্বিতীয় দিন ছিল ইন্ডিয়ান ক্লাসিক স্পেশাল দুটি ফ্রী ওয়ার্কশপ। কত্থক ও ভারতনাট্যম নিয়ে অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা করা হয়, করা হয় ওয়ার্কশপ ও। তৃতীয় দিনে হয় ওয়ার্ল্ড ড্যান্স উইকের ফাইনাল সেলিব্রেশন। ওয়েস্টার্ন স্টাইল স্পেশাল দিয়ে শুরু হয় প্রথম অনুষ্ঠান। বলিউড গান দিয়ে হয় পপিং ড্যান্স, তারপরে হয় মিউজিকালিটি ও করিওগ্রাফি নিয়ে বিভিন্ন রকমের আলোচনা, সবার শেষে সফল স্টুডেন্টদের নিয়ে হয় ফটোসেশন এবং তাদের দেওয়া হয় সার্টিফিকেট। জমজমাট তিন দিনের সফল অনুষ্ঠান নিয়ে পথ চলা শুরু করলো কে আর জি একাডেমিক অফ ক্রিয়েটিভ আর্টস অর্থাৎ কাকা।
Related Articles
টেকসই ও গতিশীলতার নতুন যুগের সূচনা করলো রাফ্ট কসমিক ইভি
কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট -বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকল/ইভি) শিল্পের শীর্ষস্থানীয় নাম,রাফ্ট কসমিক ইভি বৃহস্পতিবার অত্যাধুনিক ইভি পণ্যযান গুলিকে উপস্থাপন করে। অনুষ্ঠানটি উদ্ভাবন এবং পরিশীলিতার তারা ৪টি ইভি বাজারে নিয়ে আসে।প্রতিটি মডেল স্বতন্ত্ তুলে ধরে। রাফ্ট কসমিক ইভি ওয়ারিয়র (স্ট্রিট ফাইটার),স্থিতিস্থাপকতা এবং শক্তিকে মূর্ত করে রাফ্ট কসমিক ইভি ইন্দাস (রেঞ্জ কিং), পরিসীমা দক্ষতায় নতুন মান স্থাপন করে,দীর্ঘ […]
স্বাস্থ্য ও সুস্থতার জন্য সমাজের সর্বস্তরের ঘুমের সমতার বার্তা ওয়ার্ল্ড স্লিপ সোসাইটির
কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট- বিশ্ব ঘুম দিবস উপলক্ষে ক্যালকাটা স্লিপ সোসাইটি ও ওয়ার্ল্ড স্লিপ সোসাইটির উদ্যোগেএকটি অনুষ্ঠান এর আয়োজন করা হয়।স্লিপ ইক্যুইটি ফর গ্লোবাল হেলথ-বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব ঘুম দিবসের আঞ্চলিক সমন্বয়কারী, ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি ও ক্যালকাটা স্লিপ সোসাইটির সম্পাদক ডঃ সৌরভ দাস এবং ক্যালকাটা স্লিপ সোসাইটির প্রেসিডেণ্ট ডাঃ উত্তম আগরওয়াল বিশেষ অধিবেশন […]
Next April, the eighth international conference will hold a press conference in Kolkata
কলকাতা- শুভ ঘোষ রিপোর্ট -২০০৮ সালে ডা: নাগেন্দ্র স্বামী এসসি উদ্যোগে কন শোরটিয়াম অফ এক্রিডিটিড হেলথকেয়ার অর্গানাইজেশন অর্থাৎ কহো পথচলা শুরু। ২৭ জানুয়ারি কলকাতার একটি নামী হোটেলে সুচিকিৎসার পরিকাঠামোর উপরে জোর দেওয়ার জন্য একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। আগামী এপ্রিল মাসে অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ২০২৪ প্রাক্কালে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিন কলকাতায়। সঙ্গে […]