এই মুহূর্তে বিনোদন

A drama of one chapter of the epic Bahman was held in the academy

কলকাতা -পিনাকী চৌধুরী রিপোর্ট -মহাভারতের গৌণ চরিত্র সত্যবতীকে এই নাটকে মুখ্য চরিত্রে দেখা যায়। কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ অনুসন্ধান করা হয়েছে। সত্যবতীর কপটতা, ধূর্ততায় এবং নির্মমতায় ভাতৃহত্যার ক্ষেত্র তৈরি হয়। ১২ই ফেব্রুয়ারি একাডেমিতে অনুষ্ঠিত হয় কালিন্দী নাট্য সৃজন প্রযোজিত নাটক বহমান। কিন্তু টানটান উত্তেজনায় সত্যবতী উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলেও নাটকে তিনি নানা কৌশল অবলম্বন করেছিলেন শুধুমাত্র ক্ষমতা ভোগ করবার তাগিদে। নিখুঁত চিত্রনাট্য, টানটান উত্তেজনায় সময় যত গড়িয়েছে , বহমান নাটকটি ততই যেন উপভোগ্য হয়েছে। আসলে সত্যবতী কখোনো সমাজের নিয়ম মানেন নি, আর্য রাজবংশ শাসন করবার জন্য অনেক কিছু করেছিলেন। নাটককার সৌমেন পাল । কেমন অভিনয় করেছেন কুশীলবরা ? নাটকে দুই বয়সের সত্যবতী কে আমরা দেখি। ছোট সত্যবতীর ভূমিকায় আম্রপালি মিত্র এবং বড় সত্যবতীর চরিত্রে মিনাক্ষী মুখার্জি যথাযথ। ভালো লাগে দাশরাজ বিল্বদল চট্টোপাধ্যায় এবং ভীষ্মের ভূমিকায় অরূপ দত্তকে । বিল্বদল চট্টোপাধ্যায়ের নাট্য নির্দেশনা ভালো লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *