কলকাতা -পিনাকী চৌধুরী রিপোর্ট -মহাভারতের গৌণ চরিত্র সত্যবতীকে এই নাটকে মুখ্য চরিত্রে দেখা যায়। কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ অনুসন্ধান করা হয়েছে। সত্যবতীর কপটতা, ধূর্ততায় এবং নির্মমতায় ভাতৃহত্যার ক্ষেত্র তৈরি হয়। ১২ই ফেব্রুয়ারি একাডেমিতে অনুষ্ঠিত হয় কালিন্দী নাট্য সৃজন প্রযোজিত নাটক বহমান। কিন্তু টানটান উত্তেজনায় সত্যবতী উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলেও নাটকে তিনি নানা কৌশল অবলম্বন করেছিলেন শুধুমাত্র ক্ষমতা ভোগ করবার তাগিদে। নিখুঁত চিত্রনাট্য, টানটান উত্তেজনায় সময় যত গড়িয়েছে , বহমান নাটকটি ততই যেন উপভোগ্য হয়েছে। আসলে সত্যবতী কখোনো সমাজের নিয়ম মানেন নি, আর্য রাজবংশ শাসন করবার জন্য অনেক কিছু করেছিলেন। নাটককার সৌমেন পাল । কেমন অভিনয় করেছেন কুশীলবরা ? নাটকে দুই বয়সের সত্যবতী কে আমরা দেখি। ছোট সত্যবতীর ভূমিকায় আম্রপালি মিত্র এবং বড় সত্যবতীর চরিত্রে মিনাক্ষী মুখার্জি যথাযথ। ভালো লাগে দাশরাজ বিল্বদল চট্টোপাধ্যায় এবং ভীষ্মের ভূমিকায় অরূপ দত্তকে । বিল্বদল চট্টোপাধ্যায়ের নাট্য নির্দেশনা ভালো লাগে।
Related Articles
আকাশ ইনস্টিটিউট শাখা থেকে ২ জন ছাত্র নিট ইউ জি ২০২৪-এ প্রথম স্থান (এআইআর ১)অর্জন করলো
কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট – পরীক্ষা প্রস্তুতির লিডার আকাশ ইনস্টিটিউট,দুজন ছাত্রের সাফল্যে ঘোষণাকরছে নিট ইউ জি পরীক্ষায় এআইআর ১ অর্জন করে।রাষ্ট্রীয় টেস্টিং এজেন্সি (এনটিএ) আজ ফলাফল ঘোষণা করে। কলকাতা অর্ঘ্যদীপ দত্ত এবং শিলিগুড়ি সেন্টারের সক্ষম আগারওয়াল,যারা মোট ৭২০ নম্বর অর্জন করেন।অর্ঘ্যদীপ দত্ত-আকাশ ইনস্টিটিউট আমার সাফল্যের ক্ষেত্রেগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আকাশ তাঁর সমস্ত কিছু সাপোর্টের জন্য তাঁর […]
Khidirpur blood donation Utsab
কলকাতা – ১৫ তম বর্ষের রক্তদান শিবির আয়োজন করেন হরিসভা স্ট্রিট সংযোগস্থলে খিদিরপুর উৎসব কমিটি। আজকের এই রক্তদান শিবিরে বহু দূর-দূরান্ত থেকে আসা ২৩০ জন রক্তদাতা রক্ত দান করেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিদিরপুর উৎসব কমিটির জেনারেল সেক্রেটারি রাজেশ কুমার সাউ। ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। ৭৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীমা রিহান খান। খিদিরপুর […]
হাই জেস ফ্যাশন ডিভা সিজন ওয়ান ফ্যাশন শো অনুষ্ঠিত হলো
কলকাতা -অনুপ বর্ধন রিপোর্ট -গ্ল্যামার শো ফ্যাশান আয়োজিত ফ্যাশান শো অনুষ্ঠিত হলো,এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রধান কর্নধার মৌসুমী বর্ধন। সহযোগীতায় ছিল রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন, অলোক ফাউন্ডেশন, ল্যাকমি একাডেমী ব্রাঞ্চ ক্যামাক স্ট্রিট। হাই জেস ফেশান ডিভা সিজন ওয়ান প্রধান কর্ণধার মৌসুমী বর্ধনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের কর্ণধার […]