বর্ধমান-পারিজাত মোল্লা রিপোর্ট – পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের আস্তানা শরিফে অনুষ্ঠিত হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উরস উৎসব। এই মহতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক প্রমুখ ।এদিন আস্তানা শারিফ-এ- কাদেরিয়া-এ- এরশাদিয়া মঙ্গলকোটে বাংলার সুবিখ্যাত পীর হুযুর কেবলা হযরত সৈয়েদেনা ও মাওলানা সৈয়দ শাহ রাশাদ আলি আলকাদেরীর ১৯ তম উরস মোবারক সম্প্রীতি সাড়ম্বরে পালিত হয়।কেবলা হযরত বড় পীর সাহেব পীরানে পীর শ্যায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি (রহ:)-র ২১ তম বংশধর।ওইদিন এই উরস উৎসবে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মঙ্গলকোটে ভিড় জমান৷ প্রেম প্রীতি ভালবাসার বার্তা দিতে।বলে জানান উরশ উৎসব কমিটির সম্পাদক আনসার মন্ডল ( এজেপি – কলকাতা হাইকোর্ট)।এদিনকার উরস উৎসবের সভাপতিত্ব করেন বড় হুজুর কেবলা হজরত সৈয়দোনা ওয়া মাওলানা সৈয়দ শাহ ফাদিল এরশাদ রাশুদ আল কাদেরী।ছোট হুজুর কেবলা হজরত সৈয়দানা ওয়া মাওলানা সৈয়দ শাহ ওয়ামিকুল এরশাদ মিরশাদ আল কাদেরী উরশ উৎসবে কোরাণ ও হাদিস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। উরসে আগত মন্ত্রী স্বপন দেবনাথ বলেন -” প্রতি বছর এই আস্তানা শরিফে আসি।শান্তি – সৌভ্রাতৃত্বের মেলবন্ধন অটুট থাকুক, এই কামনা করি।
Related Articles
Medica started breast and cervical cancer diagnosis at district level
কলকাতা ~ মেডিকা শুরু করল জেলা স্তরে স্তন ও সার্ভিকাল ক্যান্সার ডায়াগনোসিস ~ মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, অন্যতম একটি বড় প্রাইভেট হসপিটাল চেন এবং পূর্ব ভারতে পুরোদস্তুর ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি ট্রেন্ডসেটার, সামনের ৪ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করতে চলেছে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানগুলোর লক্ষ্যই হল মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে সচতনতা গড়ে তোলা, […]
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 23তম বার্ষিক জেলা সম্মেলন
কলকাতা-রাজেন বিশ্বাস রিপোর্ট – লায়ন্স ক্লাব আন্তর্জাতিক স্বীকৃতি পায়ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক সমাজসেবা সংস্থা হিসাবে, লায়ন্স ক্লাব 2017 সালে তার শতবর্ষে প্রবেশ করেছে। কলকাতা জেলা সংগঠনের 67 বছরও পূর্ণ হয়েছে। প্রতি বছর বার্ষিক জেলা সম্মেলন সদস্যদের জন্য একটি বার্ষিক উৎসবের মতো। অশোক সুরানা, লায়ন্স পাওয়ন মুরারকা, লায়ন্স জিএস হোরা, লায়ন্স কনক দুগার, শেখর মেহতা, লায়ন্স স্বাতী […]
চন্দ্রিমা আর আর ফ্যাশন হাবের উপস্থাপনায় বাঙালিয়ানা ৪
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে হাজরায় প্রতিবছরের ন্যায় এ বছরেও ষোলআনা বাঙালিআনার বাঙালি কে বাঙালির মতো করে সাজাতে চন্দ্রিমা আর আর ফ্যাশন হ্যাভ কর্ণধার চন্দ্রিমা বাসু এবং কোরিওগ্যাফার ও ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় উদ্যোগে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাতে বিশেষ কিছু বাঙালি সাজে পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন সম্পূর্ণ বাঙালিয়ানা রূপে […]