কলকাতা – চার টুকরো গল্প এই চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এর কাহিনী চিত্রনাট্য সম্পাদনা এবং পরিচালনা করেছেন সৈকত দাস। ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের বিশেষ প্রদর্শন হয়ে গেল ভাবনা আজ ও কাল এর প্রযোজনায় এবং রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিবেদন চার টুকরো গল্প। প্রথম ভাবনা আজ ও কাল স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রযোজনার কাজে হাত দিল। চারটি ভিন্ন ধর্মী কাহিনী অবলম্বনে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে তৈরি হয়েছে চার টুকরো গল্প। ঋতুপর্ণা সেনগুপ্ত সবসময় নবীন এবং সম্ভাবনাময় শিল্পীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন তাদের এগিয়ে চলার অনুপ্রেরণা হয়ে থাকেন।এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি অভিনয় করেছেন অভিজ্ঞ অভিনেতার সাথে বেশ কিছু নবীন অভিনেতা ও অভিনেত্রী। চারটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে চার টুকরো গল্প।নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান সংক্রান্ত নানা প্রশ্ন এবং তার সাথে বর্তমান প্রজন্মের ভরসা নিয়ে গড়ে উঠেছে চার টুকরো গল্প। “প্রশ্ন”-দুই যুবক যুবতীর ভালোবাসা, মান অভিমান আত্মত্যাগ নিয়ে গড়ে উঠেছে -“আড়াল”, রোমহর্ষক এক ভুতুড়ে কাহিনী নিয়ে তৃতীয় চলচ্চিত্র “১২ শিব তলা লেন”- এবং এক মূক ও বধির যুবক ও তার দরিদ্র পরিবারের দুঃখ কষ্টের কাহিনী নিয়ে গড়ে উঠেছে -“ভাসান”। এর মধ্যে প্রশ্ন ও ১২ তলা লেন ইতি মধ্যেই প্রায় শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বহু সাংবাদিক বন্ধুরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৈকত দাস সহ সকল অভিনেতা ও অভিনেত্রী সঙ্গীত শিল্পী এবং সকল সদস্যরা। আজকের এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন,এই চারটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র গুলি তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলের রিলিজ করতে চলেছেন যাতে সকল দর্শক শ্রোতা বন্ধু খুব সহজেই তার এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র গুলি দেখতে পারেন।
Related Articles
ভারত সেবাশ্রম সংঘ স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৯ তম আবির্ভাব তিথি
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৯ তম আবির্ভাব তিথি ও শিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বেরহলো দক্ষিণ কলকাতায়।বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে বুধবার হাজার হাজার মানুষের এই এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রাসবিহারী,হাজরা মোড় হয়ে বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রার […]
Khidirpur blood donation Utsab
কলকাতা – ১৫ তম বর্ষের রক্তদান শিবির আয়োজন করেন হরিসভা স্ট্রিট সংযোগস্থলে খিদিরপুর উৎসব কমিটি। আজকের এই রক্তদান শিবিরে বহু দূর-দূরান্ত থেকে আসা ২৩০ জন রক্তদাতা রক্ত দান করেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিদিরপুর উৎসব কমিটির জেনারেল সেক্রেটারি রাজেশ কুমার সাউ। ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। ৭৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীমা রিহান খান। খিদিরপুর […]
ইনস্টিটিউট অফ পার্সোনালিটি অ্যান্ড ইমেজ ম্যানেজমেন্ট এর বৈশাখী পরিক্রমা প্রতিযোগিতার আয়োজন
কলকাতা -রাজেন বিশ্বাস -ইনস্টিটিউট অফ পার্সোনালিটি অ্যান্ড ইমেজ ম্যানেজমেন্ট (আইপিআইএম), অ্যাডোলিনা গাঙ্গুলী দ্বারা প্রতিষ্ঠিত পূর্ব ভারতের একটি শীর্ষস্থানীয় ফিনিশিং ইনস্টিটিউট, সম্প্রতি বৈশাখী পরিক্রমা প্রতিযোগিতার আয়োজন করেছে, ফ্যাশন, ব্যক্তিত্ব, এবং একটি অনন্য উদযাপন। বসন্তেরআত্মাঅনুষ্ঠানটিগর্বিতভাবে কদম হাট,অফিসিয়াল উপহার প্রদানকারী অংশীদার দ্বারা সমর্থিত ছিল।আত্মবিশ্বাস এবং আত্ম-উন্নতির জন্যসকলের জন্য উন্মুক্ত প্রতিযোগিতাটি মডেল,গৃহকর্মী, কর্মজীবী পেশাদার এবং তাদের আত্মবিশ্বাস এবং স্ব-ইমেজ […]