কলকাতা-রাজেন বিশ্বাস রিপোর্ট -আন্তর্জাতিক নারী দিবসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অ্যামনেস্টি ফাউন্ডেশন সমাজে নিজ প্রচেষ্টায় স্ব স্ব ক্ষেত্রে অসামান্য সাফল্যে ও নারী সমাজকে প্রত্যয় যুগিয়েছেন এমন কয়েকজনকে সম্বর্ধনা দিল। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন বিচারক মলয় সেনগুপ্ত। সম্বর্ধিতদের তালিকায় ছিলেন উদ্যোগী ও সমাজসেবী অনিতা দত্ত, অভিনেত্রী দেবলীনা বিশ্বাস, পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক । উপস্থিত সবাইকে স্বাগত জানান সাংগঠনিক সদস্য সুভাষ চন্দ্র বোস ও মৌসুমী নায়েক।
Related Articles
*Special Screening of Bollywood Movie Zindagi Kashmaksh at City of Joy Kolkata*
কলকাতা -কলকাতায় বলিউড মুভি জিন্দেগী কসমকাশ বিশেষ প্রদর্শনী হয়। এই ছবিতে রয়েছে মেলোডিয়াস সঙ্গীতের একটি চমৎকার টেপেস্ট্রি, সংবেদনশীল বর্ণনার চারপাশে জটিলভাবে বোনা, যত্ন সহকারে সাজানো সাউন্ডট্রাক কেবল গল্পের পরিপূরক নয়, আবেগের সিম্ফোনি করে তোলে। প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং, শান, পাপান, অঙ্কিত তিওয়ারি, নীতি মোহন, অদিতি সিং শর্মা, ডোমিনিক সেরেজো, নীরজ শ্রীধর এবং টোচি রায়না ফিল্মের […]
বিনানি ভবনে নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়
কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট -পাথুরিয়াঘাটা স্ট্রিটে বিনানী ভবনে ভারতীয় সংস্কৃতি সংবর্ধনা সমিতি কলকাতার সৌজন্যে এক বর্ণময় শোভাযাত্রার আয়োজন করা হয়। ভারতের সংস্কৃতি সংবর্ধনা সমিতির কলকাতা এই বর্ণনা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। ইংরেজি নববর্ষের ভারতীয় ৯এপ্রিল ২০২৪ মঙ্গলবার পালন করা […]
The seminar was organized by medical scientist Asim Kranti Dutta Roy
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – বিশ্ব সংস্থা হু -এর রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিবছর ১৭.৭ মিলিয়ন বা এক কোটি ৭৭ লক্ষ মানুষের মৃত্যু শুধুমাত্র হৃদরোগের জন্য।এর মধ্যে কার্ডিও-ভাসকুলার সমস্যা রয়েছে, বিশ্বে প্রতিবছর যতজনের মৃত্যু হয় তার ৩১% হয় হৃদরোগের সমস্যার জন্য। হৃদরোগের আশঙ্কা কমাতেই এই আবিষ্কার বলে দাবি বাঙালি বিজ্ঞানী অসীম দত্ত রায়। হৃদরোগ কমাতে যুগান্তকরিয়া […]