এই মুহূর্তে বিনোদন

শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে বাংলা ছবি ও অভাগী

কলকাতা -সৃঞ্চিণী পোদ্দার রিপোর্ট – সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্য অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে ও অভাগী ছবিটি আসছে । ডাঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় একেবারে ভিন্ন স্বাদের কিছু বাচ্চাদের গল্প কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে গোটা ছবিটি। এদিন পার্কসার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের কনফারেন্স রুম এ “ও অভাগী” ছবির প্রিমিয়ার শো এর আয়োজন করা হয়। এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর অপূর্ব ঘোষ, প্রফেসর জয়দেব রায় সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
দীর্ঘদিন ধরে দুস্ত অবস্থায় শিশুদের চিকিৎসায় দৃষ্টিপাত করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক। শিশুদের জন্য কোলাঘাট শুশ্রূষা শিশু সেবা নিকেতন গড়ে তোলেন তিনি। যেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জন্য ২০% বেড বিনামূল্য প্রদান করা হয়। তবে এবার লেখক শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের লেখা ‘অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে একটি চলচিত্র প্রকাশিত হতে চলেছে যার নাম ‘ও অভাগী”। কোনো শিশুকেই অর্থের অভাবে চিকিৎসা পরিষেবা থেকে পিছু হটতে হবে না,যাতে অভাগীর মত জীবন না হারাতে হয়। আর এইসব তথ্য তুলে ধরতেই মূলত গোটা ছবিটি উপস্থাপন করা হয়েছে প্রতিটি দৃশ্যের মধ্যে দিয়ে। ইনস্টিটিউট অফ কনফারেন্স হলে বেশ কিছু শিশুদের সাথে নিয়ে এই ছবির প্রিমিয়ার প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *