কলকাতা – ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি নরেস চৌধুরী বিশিষ্ট সমাজসেবী উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন।২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বোসের 127 তম জন্মদিন উপলক্ষে বড়বাজার বাঁশ তলার মোড়ে ২৩ নম্বর ওয়ার্ডে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা। ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১৪০ জন রক্তদাতা রক্ত দান করেন। আগামীকাল ইয়ং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা। ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজেশ সিনা ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিজয় ওঝা ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মহেশ শর্মা ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া উপস্থিত ছিলেন বরুণ মল্লিক প্রদীপ মজুমদার উত্তম শংকর রাজু শংকর । বিজয় উপাধ্যায় বরুণ মল্লিক তৃণমূল নেতা সঞ্জয় বক্সী, জোড়াসাঁকো কেন্দ্রীয় প্রাক্তন বিধায়ক মিতা বক্সী, আরো অনেক বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন।
Related Articles
বাংলা নববর্ষের ক্যালেন্ডার চালু হলো শাটার রিদমের ব্যবস্থাপনায়
কলকাতা -নিজস্ব প্রতিনিধি -শাটার রিদম একটি নতুন বিনোদন ব্র্যান্ড,যা কিনা একটি অসাধারণ চলতি বছরের বাংলা ক্যালেন্ডার উপস্থিত করেছে৷বাংলা নববর্ষ ১৪৩১ র বাংলা ক্যালেন্ডার। সমাজের সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একটি জমকালো বাংলা ক্যালেন্ডার উপস্থাপনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কলকাতা প্রেস ক্লাবে।শাটার রিদমের বাংলা ক্যালেন্ডার চালু করেন মিঃ পিনাকি এবং মিস সোনালী, উপস্থিত ছিলেন অন্যান্য অতিথি সহ […]
বিশ্ব হাঁপানি দিবসে সিএমআরআই হসপিটালে অ্যাজমা ক্লিনিক
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -কলকাতারসিএমআরআই- হসপিটালে অ্যাজমা ক্লিনিক চালু করা হলো,বিশ্ব হাঁপানি দিবসে। এটি হবে হাসপাতালের প্রথম অত্যাধুনিক গুরুতর হাঁপানি ক্লিনিক যা বিশ্ব মানের সাথে সমান ভাবে পরিষেবা প্রদান করে থাকবে,বিশ্বমানের হাঁপানির চিকিৎসা প্রদান করবে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে। দুটি পদ্ধতিতে এই রোগের উপস্থিতি শনাক্তকরণ করা হবেএবং চিকিৎসা করা হবে,বিশ্বব্যাপী অ্যাজমা বা ফুসফুসের রোগের প্রাথমিক […]
অর্ক ও মাহি অভিনীত লায়লা মিউজিক ভিডিও মুক্তিপেলো
কলকাতা -নিজস্ব প্রতিনিধি : শনিবারের বারবেলায় থাউজেন্ডলাইটস এর ব্যানারে সংস্থার নিজস্ব অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে বাংলা মিউজিক এ্যালবামের একটি গান প্রকাশ করল। উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও কোরিওগ্রাফার রবি কুমার হরি,অভিনেতা সন্দেশ দান্দেকর,গায়ক, গীতিকার ও সুরকার সুমন মুরারি। পরিচালক রবি কুমার জানালেন , আজকের প্রজন্মের চাহিদার কথা ভেবেই একটি বাংলা আইটেম গান ও টি টি প্ল্যাটফর্মের […]