এই মুহূর্তে রাজ্য

বুদ্ধ পূর্ণিমার উৎসব পালন ও বিশ্ব শান্তির বার্তা

কলকাতা -শুভঘোষরিপোর্ট-ইউনাইটেডবুদ্ধিস্টওয়েলফেয়ার অর্গানাইজেশন এন্ড অল বুদ্ধিস্টওয়েলফেয়ারঅর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল যৌথ প্রয়াসে বিশ্বজুড়ে অহিংসা মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিলেন। বিশ্ব শান্তির বার্তা দিলেন দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা।২৫৬৮ তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে বুদ্ধ পুর্নিমারঅনুষ্ঠানেরআয়োজন করা হয়। ভারত ছাড়াও তিব্বত,চীন,মায়ানমার,শ্রীলংকা, ভিয়েতনামও অন্যান্যদেশথেকেবুদ্ধভিক্ষুরাএসেছিলেনঅনুষ্ঠানে যোগ দিতে ।সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন।সভাপতিশ্যামলেন্দু বড়ুয়া যুগ্ম সম্পাদক অরুণচন্দ্র বড়ুয়া শ্রী প্রসেনজিৎ চৌধুরী, উদ্যোগে অনুষ্ঠানে কয়েকশ মানুষ অংশ নেন । বুদ্ধিস্ট ওয়েলফেয়ারএর সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় ডক্টর অরুন্ধতী ভিক্ষু,বলেন-ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে যে অশান্তি ও অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে এবং বিশ্ব শান্তি রক্ষায় গৌতম বুদ্ধের দেখানো পথে আমাদের এগিয়ে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *