এই মুহূর্তে জেলা

Chanditala Promter’s 12th Theater Festival of Hooghly

হুগলী-ইন্দ্রজিৎ আইচ রিপোর্ট-হুগলির চন্ডীতলা বিদ্যাসাগর হলে চন্ডীতলা প্রম্পটার ১২ তম বর্ষের নাট্য উৎসব সম্প্রতি হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় নিত্য দিয়ে অংশ নেয় চন্ডীতলা ফ্রম টারের শিল্পীরা। এই নাট্য উৎসবের উদ্বোধন করেন সাহিত্য একাডেমীর আঞ্চলিক সম্পাদক ডা: দেবেন্দ্র কুমার দেবেশ, অভিনেতা তেজময় বন্দ্যোপাধ্যায় নাট্য গবেষক তমাল মুখোপাধ্যায় প্রাক্তন সভাপতি বিদ্যুৎ হাজরা, থিয়েটার সাইন এর প্রাণপুরুষ শুভজিৎ ব্যানার্জি ও চন্ডীতলা প্রোম টারের কর্ণধার প্রদীপ রায়। প্রথম দিন মঞ্চস্থ হয় থিয়েটার পুষ্পকের নাটক মা সব ভুন্ডুল। নাটক নির্দেশনা অলক পর্ণ গুহ । ঐদিন মঞ্চতো হয় চন্ডীতলা প্রোমটার নাটক মুক্তি সূর্য ক্ষুদিরাম। উৎসবের দ্বিতীয় দিনের মঞ্চস্থ হয় চাপদানি আর্ট এন্ড কালচারাল সোসাইটির প্রযোজিত নাটক লাইটার। তারপরের নাটকটি ছিল চাকদহ নাট্য জনের নাটক পাঁচফোড়ন। ওই দিনের শেষ নাটক ছিল সাঁইথিয়া ওয়েক আপ এর নাটক ফকির কমলা অপেরা। তৃতীয় দিন মঞ্চস্থ হয় বর্ধমান স্বপ্ন অঙ্গনের নাটক যশোদা মা। পরের নাটকটি ছিল রঘুনাথ থিয়েটার নাটক রান শিউলি রান। তারপরের নাটক মঞ্চস্থ হয়ে মালদা ড্রামাটি ক্লাবের নাটক নতুন শ্রাবণ। শেষ নাটকটি মঞ্চস্থ হয় শেষ বিবৃতি। উৎসবের শেষ দিন মঞ্চস্থ হয় জয়নগর এস নার নাটক অনির্বাণ।পরিবেশিত হয় পরের নাটক ফল্গু ধারা। এইসবের শেষ দিনের শেষ নাটক ছিল চন্ডীতলা প্রমটারের নাটক ইরাবান গাথা। সব মিলিয়ে শেষ হলো চার দিনের এই উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *