এই মুহূর্তে স্বাস্থ্য

সিএমআরআই কিডনি ট্রান্সপ্লান্ট সাংবাদিক সম্মেলন

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -সি.এম.আর.আই হসপিটাল এ কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে একটা সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়.৬মাস বয়সি আদী দেব,৭বছর বয়সী পবিত্রা কর নামে দুটি শিশুর কিডনি সাফল্য জনিতভাবে ট্রান্সপ্লান্ট হয়। দীর্ঘদিনের এই সি. এম.আর.আই.হসপিটালে আজকের এই সল্য চিকিৎসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডনি ট্রান্সপ্লান্ট সার্জেন্ট ডক্টর প্রদীপ চক্রবর্তী, পেডিয়াট্রিক নেফ্রলজি ডক্টর রাজীব সিনহা, ইউরোলজিস্ট ও ডোনার সার্জেন্ট ডক্টর অমলান চক্রবর্তী ,শতরূপা মুখার্জি ,ডক্টর সুবীর বসু ঠাকুর ও ডক্টর শুভ্র শীল।দুটি শিশুরই চ্যালেঞ্জের সাথে কিডনি শল্য চিকিৎসা সফল্য হয়। সাংবাদিক সম্মেলনে দুই শিশুসহ তাদের অভিভাবক ও বিভিন্ন ডিপার্টমেন্টাল ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *