এই মুহূর্তে বিনোদন

ড্রিম ছবির শুটিং এর শুভ সূচনা পরিচালনা সোমনাথ গুপ্ত

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -ক্যানিং ঘুটিয়াস্বরিপ এর প্রত্যন্ত গ্রামে নতুন বাংলা সিনেমা ড্রিম-ড্রিম (স্বপ্ন) সিনেমার শুটিং শুরু হয়।কাহিনী চিত্রনাট্য ও সংলাপ অরিন্দম সেনগুপ্ত, পরিচালক সোমনাথ গুপ্ত। এই বাংলা সিনেমা “ড্রিম ড্রিম”অভিনয় করেছেন অভিনেতা দেবেশ রায় চৌধুরী,বিশ্বনাথ বাসু,দেবাশীষ গাঙ্গুলী,অন্তরা ঘোষ, যুক্তা রক্ষিত,বৈশাখী আচার্য আরো অনেক বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন। ড্রিম ড্রিম গল্পটি গ্রামের মেয়ে তিন্নি তার জীবন কাহিনী নিয়ে,গ্রামের ডানপিটে দুষ্টু মেয়ে পড়াশোনা বাদ দিয়ে ভালো করে অভিনয়ের স্বপ্ন দেখে অভিনেত্রী হওয়ার জন্য।ওই গ্রামের ই মাস্টারমশাই জীবন তাকে স্বপ্ন দেখায় বড় হয়ে অভিনেত্রী হওয়ার,তিন্নির বাবা মৃনাল বাবু অভিনেতা বিশ্বনাথ বসু। তার লালন পালনের দিকে সময় না দেওয়ায়।পড়াশোনা বাদ দিয়ে অভিনেতা হওয়ার স্বপ্নে তার জীবনের মুহূর্তগুলো শেষ হয়ে যায়।এই নিয়ে গল্পের কাহিনী ড্রিম-স্বপ্ন স্বপ্নই থেকে গেলো,বাকিটা সিনেমা টা না দেখলে পুরো গল্প টা বোঝা যাবেনা, দর্শককেঅপেক্ষা করে থাকতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *