এই মুহূর্তে রাজ্য

Event organized by Bengal Media Club

বেঙ্গল মিডিয়া ক্লাব সাংবাদিকদের নিজস্ব সংগঠন এই চিন্তা ভাবনা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে। এই সংগঠনটি প্রায় একার উদ্যোগে গড়ে তুলেছেন নমস্কার কলকাতা সংবাদপত্রের সম্পাদক কাওসার আলী।সাংবাদিকদের কাজ মূলত বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করা এবং সেই সংবাদ জনসাধারণের সামনে তুলে ধরা বা পরিবেশন করা। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও তাদের কাজ করতে হয়। আবার অনেক সময় কোন রাজনৈতিক দল বা ব্যক্তি বা কিছু জোটবদ্ধ মানুষের সামনেও তাদের প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়। ঘরে বাইরে সাংবাদিকদের ওপর ঘটে চলা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ অনেক সময় করা হয়। কিন্তু নির্দিষ্ট শক্তিশালী কোন সংগঠন না থাকায় সেই লড়াই ঠিক মতো দানা বাধে না। অগত্যা সেই লড়াই কোন একজন সাংবাদিকের একক লড়াই হয়ে অংকুরে বিনষ্ট হয়ে যায়। সেই চিন্তা ভাবনা থেকেই তৈরি হয় নিজস্ব সংগঠন বেঙ্গল মিডিয়া ক্লাব। একদম প্রথমে বছরখানেক আগে মুষ্টিমেয় কয়েকজন সাংবাদিকদের পাশে নিয়ে শুরু করেছিল এই সংগঠন। ক্রমশ সময়ের সাথে সাথে পাশে পেয়েছেন আরো অসংখ্য সাংবাদিককে। বর্তমানে বিভিন্ন জেলার ক্রমশ প্রকাশিত হচ্ছে সংগঠন গড়ে তোলা হয়েছে কার্যবাহিনী সমিতি যেখানে সভাপতির আসনে রয়েছেন তীর্থঙ্কর মুখার্জি এবং সম্পাদকের পদে রয়েছেন কাওসার স্বয়ং। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই সংগঠনের সদস্যরা বনভোজনের আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তীর্থঙ্কর মুখার্জি সম্পাদক কাউসার আলীসহ বেঙ্গল মিডিয়া ক্লাবের অসংখ্য সদস্য। আগামী দিনের ভরে আবার উদয়ের প্রতিশ্রুতি জানিয়ে আমরা এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাব। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং তাদের সঙ্গে ঘটে চলা কোন অন্যায়ের প্রতিবাদ এই সংগঠন সবসময় তাদের পাশে থাকবে এটাই আমাদের মূল লক্ষ্য বললেন সম্পাদক কাওসার আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *