এই মুহূর্তে বিনোদন

গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্য মিলন উৎসব ২০২৪ পালিত হলো

উত্তর২৪ পরগনা-গোবরডাঙ্গা-ইন্দ্রজিৎ আইচ রিপোর্ট –
নাটকের শহর গোবরডাঙার এক প্রাচীন দল গোবরডাঙা নাবিক নাট্যম। ১৯৭৭ থেকে আজও তারা নিয়মিত থিয়েটার চর্চা করে চলেছে এবং ২১ বছর ধরে নাট্যমিলন উৎসবের আয়োজন করে চলেছে। এই বছর তিনটি পর্বে পালিত হলো নাট্য মিলন উৎসব। প্রথম পর্বটি গোবরডাঙা পৌর টাউনহলে শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন গোবরডাঙা পৌরসভার পৌরপিতা শংকর দত্ত মহাশয়, উপস্থিত ছিলেন বাসুবদেব কুন্ডু, শ্যামল দত্ত, পবিত্র মুখার্জী, উমেশ চন্দ্র অধিকারি, গোবরডাঙা থানার ওসি পিঙ্কি ঘোষ, প্রাক্তন পৌরপিতা সুভাষ দত্ত ছাড়াও বিশিষ্ট গণ্য মান্য ব্যাক্তিরা। সকল আমন্ত্রিত অতিথিদের বরণ করার পরই শুরু হয় নাট্য মিলন উৎসবের প্রথম দিনের প্রথম নাটক মুসলমানির গল্প, প্রযোজনা গোবরডাঙা নাবিক নাট্যম, শিশু কিশোর বিভাগের প্রায় 15 জন কচিকাঁচাদের নিয়ে বর্তমান সময়ের এক অসাধরণ প্রযোজনা, নাটকটির নির্দেশক জীবন অধিকারি। এরপর মছলন্দপুর ইমন মাইম সেন্টার, গোবরডাঙা রঙ্গভূমি ও রবীন্দ্র নাট্য সংস্থারা তাদের প্রযোজনা গুলি উপস্থাপন করেন। দর্শক পরিপূর্ন পৌর টাউনহলে নাবিক নাট্যমের নাট্য মিলন উৎসব ২০২৪ এর প্রথম পর্বের সমাপ্তি ঘটে। দ্বিতীয় পর্বটি ছিলো গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্রে তিনদিন ধরে চলে তাদের নাট্য মিলন উৎসবের দ্বিতীয় পর্ব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সংস্কার ভারতীর সংগঠন সম্পাদক (পশ্চিমবঙ্গ) উদয় কুমার দাস, শ্বাশতি নাথ ( নমস্কার ভারতী )এবং অভীক ভট্টাচার্য, সম্পাদক ভাবনা থিয়েটার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা । তাদের মূল্যবান বক্তব্যের পর নাবিক সম্মান প্রদান করা হয় স্বপন হারপূত্র, ও সবিতা বণিক কে। তারপরই শুরু হয় নাটকের অনুষ্ঠান, দ্বিতীয় পর্বের প্রথম দিন ছিলো মুকুলিকা গানের স্কুলের ভারত আত্মা, নাবিক নাট্যমের লাঠি, আরন্যক থিয়েটার গ্রুপের কুহুক তন্ত্র, এবং ইমন মাইম সেন্টারের এর যুযুধান, দ্বিতীয় দিনে পরিবেশিত হয় দত্ত পুকুর দৃষ্টির তোমার চোখে, নাবিক নাট্যমের ছায়া, রূপান্তর নাট্য সংস্থার আমি আগন্তুক। দ্বিতীয় পর্বের শেষ দিনে পরিবেশিত হয় তিনটি নাটক প্রথম প্রযোজনা নাবিক নাট্যমের দর্পণ, শিল্পায়ন নাট্য সংস্থার তারা প্রসন্নের কীর্তি ও নাট্যায়ন প্রযোজিত নাটক রাস্তা। গোবরডাঙা নাবিক নাট্যমের আয়োজনে দ্বিতীয় পর্বের এই তিনদিনের এই নাট্য মিলন উৎসব দর্শকদের মধ্যে এক দারুন সাড়া ফেলে দিয়েছিলো। মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হয় তাদের তৃতীয় পর্বটি। প্রথমদিন ওয়ার্কশপের মাধ্যমে প্রায় 20 জন শিশু কিশোরদের নিয়ে শুরু হয় ওয়ার্কশপ । সারাদিনব্যাপী এই ওয়ার্কশপে ছেলে মেয়েরা নিজেরাই নিজেদের ভাবনা দিয়ে ছোটো ছোটো চারটি নাটক তৈরি করে ও বিকেল বেলায় তা দর্শকদের সামনে পরিবেশন করে। তারপরই শুরু হয় লাকি গুপ্তার সেই বিখ্যাত নাটক মা মুজে টেগর বানাদে। দর্শক অভিভূত হয়ে পড়ে তার এই নাটকে। এর পরই শুরু হয় সেমিনার আলোচ্য বিষয় ছিল “যুব নায়ক বিবেকানন্দ”, বক্তা ছিলেন প্রশান্ত চৌধুরী, সুশান্ত চক্রবর্ত্তী ও বৈদ্যনাথ চক্রবর্ত্তী তাদের অসাধারণ বক্তব্যে বিবেকানন্দের দর্শন টি দর্শকদের সামনে খুব ভালো ভাবে তুলে ধরেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় নাবিক নাট্যমের শিশু কিশোর কর্মশালা প্রযোজিত নাটক তিনুর কিসসা পরিবেশিত হয়,তারপর নকসা প্রযোজিত নাটক সুভা ও খড়দা থিয়েটার জোন প্রযোজিত নাটক বলি মঞ্চস্থ হয়। এই পর্বের শেষ দিনে ছিল পরপর দুটি নাটক বেলঘরিয়া অঙ্গন এর শরতের কবি ও বরানগর এবং এর লুল্লু দুটি নাটকই ছিলো খুব মনগ্রাহি প্রাকিতিক দুর্যোগ কে উপেক্ষা করে দর্শকেরা নাটক দুটি উপভোগ করে। সবশেষে বলতে হয় গোবরডাঙা নাবিক নাট্যমের তিন পর্বের এই নাট্য মিলন উৎসব তাদের সকল সদস্য ও সদস্যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কখনই সম্ভব হতো না। থিয়েটারের যাত্রাকে চালিয়ে যাওয়ার জন্য তাদের এই নাট্য মিলন উৎসব ২০২৪ দর্শক মহল অনেক দিন মনে রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *