এই মুহূর্তে রাজ্য

Great religious procession from Dakshineshwar to Digha

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – ভবা পাগলা মহাসম্মেলনের উদ্যোগে মানব ধর্ম সভা যাত্রা সকল ধর্মমতকে জুড়ে দেওয়ার বার্তার আহবানে ৮ই ফেব্রুয়ারি ২০২৪ ভবা পাগলা ও লোকনাথ বাবার ভক্তের উদ্যোগে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে দিঘার ভবার হরবোলা মন্দির পর্যন্ত এক বিরাট ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। বাবা পাগলার মহাসম্মেলনে মানব ধর্ম শোভাযাত্রার উপস্থিত ছিলেন মানব ধর্ম ভবা পাগলা মহাসম্মেলনের আচার্য গোপাল ক্ষেত্রী, ভবা পাগলার জ্যেষ্ঠ পুত্র সঞ্জয় চৌধুরী, দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই, পদ্মশ্রী মাসুম আক্তার, সিটি কেবিল এর কর্ণধার তিন কোটি দত্ত মহাশয়, গুড নিউজ মিশন চার্চের অধিকতা ড: শ্রীকান্ত দাস, ড: অরিজিত নিয়োগী, জামাত-ই -ইসলামী হিন্দ শেখ তাহের উদ্দিন, রাজরাজেশ্বরী মা,সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুরা অনেক মন্দিরের বিশিষ্ট প্রদাদিগণ উপস্থিত ছিলেন। ভবা পাগলার মহাসম্মেলনের উদ্যোগে মানবধর্ম দিঘার ভবা হরবোলার মন্দিরে ৪৫ তম বার্ষিক অনুষ্ঠান আট নয় দশ ফেব্রুয়ারি ২০২৪- ৩ দিন ব্যাপী ও সাধন সংগীত আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *