কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট -সল্ট লেকের এইচ পি ঘোষ হসপিটাল প্রবীণ নাগরিকদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো। হাসপাতালের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী সিনিয়র সিটিজেনরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেট ডাঃ পিণাকী বন্দোপাধ্যায়,ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ডাঃ হীরক ভট্টাচার্য,এবং হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী সোমনাথ ভট্টাচার্য।স্মার্ট আইসিইউ’ ও ‘পালমোনারি চেস্ট ট্রি’র পর আজকের এই বিশেষ অ্যাম্বুলেন্স প্রকল্প এ বিষয়ে এক গুরুত্বপুর্ন পদক্ষেপ।ডাঃ.তৃণাঞ্জন সারেঙ্গী জানান যে দমকলের মতোই জরুরী ভিত্তিতে এই অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যাবে।ঘটনাস্থলে পৌছেই চিকিৎসক রোগীর জীবনদায়ী প্রাথমিক চিকিৎসা করবেন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবেন। এই পরিষেবা সপ্তাহে সাতদিনই চব্বিশ ঘণ্টা পাওয়া যাবে।এই প্রকল্প শুধু মানুষের জীবনদান করবে না মানুষের কাছে আমাদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষাতেও একটি গুরুত্বপূর্ন ভূমিকা নেবে।
Related Articles
Rupantar Social Welfare Society celebrates Mother Language Day
কলকাতা – পিনাকী চৌধুরী-বেহালার ১২৭ নম্বর ওয়ার্ডে রূপান্তর স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি এমন একটি সংগঠন, যাঁরা কিনা সম্পূর্ণ মহিলাবৃন্দ দ্বারা পরিচালিত। ২০০৬ সালে পথ চলা শুরু। তারপর অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত পেরিয়ে আজও নিরলসভাবে কাজ করে চলেছে মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে। সম্প্রতি তাঁরা তাঁদের ১৯ তম বর্ষপূর্তি অনুষ্ঠান এবং সেইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি মনোজ্ঞ […]
AFTI এর পরিচালনায় প্রাক বসন্ত উৎসব পালন
কলকাতা -সৃঞ্চিণী পোদ্দার রিপোর্ট -রং যেন মোর মর্মে লাগে । আমার সকল কর্মে লাগে। বিশ্ব বারেন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের লাইন স্মরণে রেখে উৎযাপিত হলো প্রাক বসন্ত উৎসব। রং বেরঙের আবির খেলার মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী পালিত হয় এই অনুষ্ঠান। AYUSHMI FILM AND TELEVISION INSTITUTE এবং Green Leaf Events নিবেদিত উৎযাপিত হলো বসন্ত উৎসব […]
নিয়োগ মন্ত্র এইচআর কনসালটেন্সির প্রতিষ্ঠাতা, অর্ঘ্য সরকার, ভারত 2024-এর স্বপ্নদর্শী নেতা হিসাবে সম্মানিত
নতুন দিল্লি-রাজেন বিশ্বাস রিপোর্ট – নিয়োগ মন্ত্র এইচআর কনসালটেন্সি গর্বিতভাবে ঘোষণা করেছে যে এর প্রতিষ্ঠাতা, অর্ঘ্য সরকার, প্রতিভা অর্জন বিভাগে ভারত 2024-এর দূরদর্শী নেতা হিসাবে স্বীকৃত হয়েছে৷ Times Applaud এবং JioNews দ্বারা প্রদত্ত এই সম্মানিত পুরস্কারটি প্রতিভা অর্জন এবং এইচআর কনসালটেন্সির ক্ষেত্রে সরকারের অসামান্য অবদানকে উদযাপন করে।অর্ঘ্য সরকার, একজন বিশিষ্ট রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি কনসালটেন্ট এবং TEDxSpeaker, […]