এই মুহূর্তে রাজ্য

পেইন ম্যানেজমেন্টে চিকিৎসাশাস্ত্রের অত্যন্ত প্রয়োজনীয় শাখার আন্তর্জাতিক সম্মেলন

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -আন্তর্জাতিক সম্মেলনে কোলকাতায় ৮ই-৯ই মার্চ শুক্রবার ও শনিবার দুইদিন রবিবার ১০ই মার্চ পর্যন্ত কলকাতা নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।এই সম্মেলনে দেশ বিদেশের প্রায় আড়াইশ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানীরা যোগ দেন।কলকাতায় এই ইন্টারন্যাশানাল কনফারেন্স 8th ‘International Conference on Recent Advances in Pain (ICRA Pain-2024)’উদ্যোক্তা এই শহরেরই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যথার চিকিৎসা কেন্দ্র দরদিয়া পেন ফাউন্ডাশন।
এই সম্মেলনের মঞ্চে সম্বলপুর ডঃ স্মৃতিরেখা হোতা,নেপালের ডাঃ. শিরিশ অমাত্য,বাংলাদেশের ডাঃ কাওসার সর্দার,ডাঃ.এ এইচ মিল্টন,মালেশিয়ার ডাঃ.সি জে তোহা ও ডাঃ গোপীনাথ রাজু, সিঙ্গাপুরের ডাঃ.ম্যাথু টাং, ইরাকের ডাঃ সাবা আহমেদ এর মতো পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞদের।সম্মেলনের বিভিন্ন আলোচনায় এবং সংবাদ মাধ্যমের সামনে ব্যথার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন।
ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট সম্পর্কে সাধারণ অনেক চিকিৎসকদের মধ্যেও সঠিক ধারণা নেই।পেন ম্যানেজমেন্টকে জনপ্রিয় করে তুলতে বহু বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দরদিয়ার প্রাণপুরুষ ডাঃ.গৌতম দাস ও তাঁর টিম ব্যথার চিকিৎসার পাশাপাশি দেশ বিদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছেন।
ডঃ গৌতম দাস ভারতবর্ষে ক্রনিক ব্যথার কষ্টে ভুগছেন মোট জনসংখ্যার ২২.৫% মানুষ।বিশ্বের কোনও দেশের ৪০% পর্যন্ত মানুষ ক্রনিক ব্যথার শিকার।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথার প্রকোপ বাড়ে।হাঁটু,কোমর,কাঁধ,মেরুদণ্ড, মাইগ্রেন,ঘাড়,কাঁধ,হাত সহ শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা তো আছেই সঙ্গে আছে ক্যানসার অন্তিম পর্যায়ের ব্যথার মারাত্মক কষ্ট।ব্যথার ওষুধ সাময়িক ভাবে খাওয়া গেলেও এটি কোন সমাধান নয়।বেশি বয়সে ব্যথার সমস্যা বাড়লেও অনেক সময় অল্প বয়স থেকেও ক্রনিক ব্যথা ভোগায় বলে জানালেন ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শুষ্পা দাস।ব্যথার কষ্ট কমাতে বেশিরভাগ ক্ষেত্রে অ্যানালজেসিক ওষুধ আর সার্জারির সাহায্যে চিকিৎসা করা হয়।বয়স,খেলাধুলো ও অন্যান্য কারণে অস্থিসন্ধি,পেশি, টেন্ডন,লিগামেন্ট ইত্যাদি ক্ষতিগ্রস্ত বা ডিজেনারেটেড হলে রিজেনারেশন থেরাপির সাহায্যে চিকিৎসা করলে রোগী দীর্ঘ দিন সুস্থ থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *