কলকাতা – ছোট ছবির বড় উৎসব, চতুর্থতম ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল শুরু হলো। এই চার বছরেউৎসব অনেকটাই বড় হয়েছে। ছয় দিনের উৎসবে জমজমাট ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভেল। জীবন কৃতি পুরস্কার পাচ্ছেন বর্ষিয়ান অভিনেতা মোহন আগাসে। ২৩শে জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি এই ৬ দিন চলবে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভাল। ত্রিশটি দেশের ছোট ছবি দেখানো হবে এবারের উৎসবে। সারা পৃথিবী থেকে মোট 270 টি ছবি জমা পড়েছে। তাদের মধ্যে আশিটি ছবি মনোনীত হয়েছে, এই আশিকি ছবি ৬ দিনের উৎসবে দেখানো হবে। তার মধ্যে উল্লেখযোগ্য যুদাজিৎ বসুর নেহেমিচ। দ্যা টু ওয়ে স্ট্রিট এই ছবিটি ভারতীয় ছবি হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছে। মোহন আগাছে অভিনীত মাই ফাদার ইজ অফ্রেড অফ ওয়াটার দেখার সুযোগ থাকছে। ছবি দেখানো ছাড়া এবারের উৎসবে থাকছে সেমিনার মাস্টার ক্লাস। উৎসবের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী কোথায় ছোট ছবি এখন ভবিষ্যৎ, দিন দিন ছোট ছবি চাহিদা বাড়ছে। ছোট ছবি বাজারকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। শেষ দিনে থাকছে ঢালাও আয়োজন প্রায় ৩০ টি পুরস্কারের ব্যবস্থা থাকবে। অন্য বছরের মত এ বছরও জীবন কৃতি পুরস্কার এবং জীবনগুহ মেমোরিয়াল পুরস্কার থাকছে। সবার থেকে দারুন সাড়া পেয়ে এই ভালোবাসা নিয়েই এগিয়ে চলবে ছোট ছবির বড় উৎসব।
Related Articles
সতীশ চন্দ্র দাস এন্ড সন্স এর উদ্যোগে মিষ্টি কারিগরি দের প্রশিক্ষণ কেন্দ্রশালা।
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -গার্ডেনরিচ ফতেপুর হরিসভার মোড়ে সতীশ চন্দ্র দাস এন্ড সন্স ২০ বছর অপেক্ষার অবসানে ঘটিয়ে নতুন পথে দিশারী উৎকর্ষ বাংলার অধীনে ছানা মিষ্টির পণ্যের কারিগর সংস্থাপত্র প্রদান এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুইট টেকনোলজি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। সতীশ ময়রার শতবর্ষ অতিকম করেই সামাজিক দায়বদ্ধতার শিক্ষা ও সঙ্গতির […]
এঞ্জেল ডিজিটাল এ সদ্য মুক্তি পেল “ডার্লিং পটাইয়া” গানটি
সুমন মুরারির কথা ও সুরে তৈরি হয়েছে গানটি। এই গানের অ্যালবামের পরিচালক ও কোরিওগ্রাফার ছিলেন রবি কুমার হরি। এই গানের অ্যালবামের প্রযোজনা করেছেন শ্রী রাম প্রোডাকশন, শঙ্কর গুপ্তা। নির্মাতারা জানিয়েছেন বাংলায় এইরকম গান খুব কম তৈরি হয়েছে। দর্শকদের ভাল লাগবে বলে আশাবাদী। আঞ্জেলডিজিট্যালে সদ্য মুক্তি পেয়েছে “ডার্লিং পটাইয়া” গানটি।বৃহস্পতিবার মুক্তি পেলো আমিরা প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্টের […]
বাবলু স্যারের কোচিং সেন্টারে ২৫ তম রক্তদান শিবির রক্তদান শিবির
কলকাতা – শুভ ঘোষ রিপোর্ট -কলকাতার রাজা কালীকৃষ্ণ লেন শোভাবাজার গোপীনাথ রাজবাড়ি বাবলু স্যার কোচিং সেন্টারে ২৫ তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বাবলু স্যারের কোচিং সেন্টারে মোট ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন।বাবলু স্যার কোচিং সেন্টারে ছাত্র ও ছাত্রীরা তুষার সাউ,সঞ্জু সাউ, অর্ণব পাল,সৌম্যদীপ সাহা,সুবর্ণা দত্ত,পাপিয়া দাস আরো অনেক ছাত্রছাত্রীরা এই রক্তদান শিবিরে রক্ত […]