এই মুহূর্তে খেলা জেলা দেশ বিদেশ বিনোদন রাজ্য

John Halder’s web series -Thirty Six Hours.

কলকাতা – ক্লিকের আগামী ওয়েব সিরিজ হচ্ছে ৩৬ ঘন্টা। জন হালদারের প্রযোজনা ও পরিচালনায়। কদিন আগেই প্রথম ঝলকও টিজার পোস্টার লঞ্চ হয়েছিল, আজকে তার ট্রেলার লঞ্চ হয়ে গেল। নিহার নামের এক ব্যক্তি প্রচন্ড আর্থিক সমস্যায় পড়ে অনেকগুলি টাকা লোন নেয় শেয়ার মার্কেটে ধস নামলে তখন সেই টাকা ব্যবসায় তার লস হয়ে যায়। পাওনাদারের চাপে দিশেহারা হয়ে তখন সে তার এক বন্ধুর কাছে টাকা নেওয়ার জন্য রওনা দেয়। জঙ্গলের মধ্যে এক্সিডেন্ট অবস্থায় একটি গাড়ি দেখতে পায় সেখানে সে একটি টাকার ব্যাগ পায়। টাকার ব্যাগ পেয়ে সে রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে যায় এবং সেখানে একটি রাজনৈতিক জালে জড়িয়ে পড়ে। ঘটনার গল্প কোন দিকে মোর নেয় এই নিহার কে কোথায় নিয়ে যায়,এই নিয়ে গল্প ছত্রিশ ঘন্টা। লোভ প্রতারণা আর বিফলতা জর্জরিত একটি রোমহর্ষক থ্রিলার। গল্প পরিচালনা প্রযোজনা, জন হালদার, চিত্রনাট্য ও ডায়লগ সঞ্জয় ভট্টাচার্য, সৃজনশীল পরিচালনা, প্লাবন বসু ওয়েব সিরিজটি তে অভিনয় করেছে কৌশিক রায়, প্লাবন বসু,রিয়া গাঙ্গুলি, দেবশ্রী রায়,সোমনাথ চক্রবর্তী। আগামী জানুয়ারি মাসের মধ্যেই ওয়েব সিরিজটি ক্লিকের প্লাটফর্মে দর্শকরা দেখতে পাবে বলে জানান পরিচালক জন হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *