কলকাতা – ক্লিকের আগামী ওয়েব সিরিজ হচ্ছে ৩৬ ঘন্টা। জন হালদারের প্রযোজনা ও পরিচালনায়। কদিন আগেই প্রথম ঝলকও টিজার পোস্টার লঞ্চ হয়েছিল, আজকে তার ট্রেলার লঞ্চ হয়ে গেল। নিহার নামের এক ব্যক্তি প্রচন্ড আর্থিক সমস্যায় পড়ে অনেকগুলি টাকা লোন নেয় শেয়ার মার্কেটে ধস নামলে তখন সেই টাকা ব্যবসায় তার লস হয়ে যায়। পাওনাদারের চাপে দিশেহারা হয়ে তখন সে তার এক বন্ধুর কাছে টাকা নেওয়ার জন্য রওনা দেয়। জঙ্গলের মধ্যে এক্সিডেন্ট অবস্থায় একটি গাড়ি দেখতে পায় সেখানে সে একটি টাকার ব্যাগ পায়। টাকার ব্যাগ পেয়ে সে রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে যায় এবং সেখানে একটি রাজনৈতিক জালে জড়িয়ে পড়ে। ঘটনার গল্প কোন দিকে মোর নেয় এই নিহার কে কোথায় নিয়ে যায়,এই নিয়ে গল্প ছত্রিশ ঘন্টা। লোভ প্রতারণা আর বিফলতা জর্জরিত একটি রোমহর্ষক থ্রিলার। গল্প পরিচালনা প্রযোজনা, জন হালদার, চিত্রনাট্য ও ডায়লগ সঞ্জয় ভট্টাচার্য, সৃজনশীল পরিচালনা, প্লাবন বসু ওয়েব সিরিজটি তে অভিনয় করেছে কৌশিক রায়, প্লাবন বসু,রিয়া গাঙ্গুলি, দেবশ্রী রায়,সোমনাথ চক্রবর্তী। আগামী জানুয়ারি মাসের মধ্যেই ওয়েব সিরিজটি ক্লিকের প্লাটফর্মে দর্শকরা দেখতে পাবে বলে জানান পরিচালক জন হালদার।
Related Articles
কামারহাটিতে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ
কলকাতা -সৃঞ্চিণী পোদ্দার- ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম প্রধান উৎসব ঈদ । আর সেই ঈদ উপলক্ষ্যে সমাজে পিছিয়ে পড়া পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র সামগ্রী । অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক নগর এলাকার কিছু দুস্থ পরিবারের হাতে নতুন শাড়ি লুঙ্গি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। প্রায় […]
বিখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী পদ্মশ্রী গীতা চন্দ্রন কলকাতায় মারগাম- পরিবেশন পারফরম্যান্স এবং কর্মশালা
কলকাতা-রাজেন বিশ্বাস রিপোর্ট -কলকাতার ভরতনাট্যম সম্প্রদায় উত্তেজনায় পরিপূর্ণ, কারণ রাজীব সাহা এবং মৌমিতা চ্যাটার্জির নেতৃত্বে ইউডিওকে পারফর্মিং আর্টস বিশ্বখ্যাত দিল্লি-ভিত্তিক ভারতনাট্যম শিল্পী, পণ্ডিত এবং কোরিওগ্রাফার, পদ্মশ্রী গুরু গীতা চন্দ্রন কে স্বাগত জানানো হচ্ছে। তার শক্তিশালী মারগাম পারফরম্যান্স জ্ঞান মঞ্চে কলকাতায় এবং একটি দুদিনের ভরতনাট্যম কর্মশালা শুক্র ও শনিবার ২২ এবং ২৩শে মার্চ ২০২৪ বিকাল ৩:০০ […]
খেলাঘর বাঁধতে লেগেছি, প্রথম ছোটদের বাংলায় এ আই চলচ্চিত্র
খেলাঘর বাঁধতে লেগেছি’র ট্রেলার ও মিউজিকের শুভমুক্তি হল আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জয় সেনগুপ্ত, বাসবদত্তা চ্যাটার্জী, সিনেমার প্রযোজক প্রফেসর রঞ্জন দাস ও পরিচালক শিবাজী দত্ত। অভিনেতা জয় সেনগুপ্ত ও বাসবদত্তা চ্যাটার্জী ছাড়াও এই সিনেমার এক মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা শ্রী পার্থসারথি দেব। এই অনুষ্ঠানে তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণা করা হয়। অভিনেতা পার্থসারথি […]