খেলাঘর বাঁধতে লেগেছি’র ট্রেলার ও মিউজিকের শুভমুক্তি হল আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জয় সেনগুপ্ত, বাসবদত্তা চ্যাটার্জী, সিনেমার প্রযোজক প্রফেসর রঞ্জন দাস ও পরিচালক শিবাজী দত্ত। অভিনেতা জয় সেনগুপ্ত ও বাসবদত্তা চ্যাটার্জী ছাড়াও এই সিনেমার এক মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা শ্রী পার্থসারথি দেব। এই অনুষ্ঠানে তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণা করা হয়। অভিনেতা পার্থসারথি দেবের প্রয়াণ বাংলা চলচ্চিত্র জগতের সত্যিই এক অপূরণীয় ক্ষতি।
খেলাঘর বাঁধতে লেগেছি হল ছোটদের জন্য বাংলার প্রথম এ.আই (Artificial Intelligence) নির্ভর সিনেমা।