কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -রোটারি ক্লাবের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে এক সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে “লাইফ বিয়ন্ড ক্যান্সার”রবীন্দ্র সদনে।অনুষ্ঠানের প্রধান অতিথি ম্যাগসাইসাই জয়ী ক্যানসার বিশেষজ্ঞ পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক রবি কন্নন।উপস্থিত পদ্মভূষণ প্রাপ্ত শিল্পী ঊষা উত্থুপ এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
মানুষকে যে রোগগুলো বেশি ভোগায়,তার মধ্যে ক্যান্সার সবচেয়ে ভীতিকর।ক্যান্সার শরীরে একবার বাসা বেঁধে ফেললে রোগীকে বাঁচিয়ে ফেরানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়।তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে।সমাজে এমন অসহায় শিশু আছে যারা অর্থের অভাবে বিনা চিকিৎসায় প্রাণ হারাছে।এই সকল শিশুদের পাশে থাকতে এগিয়ে এসেছে রোটারি ক্লাব। আজ অনেক শিশুর চিকিৎসা সম্ভব হয়েছে।সেই লক্ষ নিয়ে আরো একবার তারা এগিয়ে এসেছেন এই সব অসহায় শিশুদের সাহায্যের উদ্দেশে।এই উদ্দেশ্য নিয়েই উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ঊষা উত্থুপ এবং থাকছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাচের অনুষ্ঠান এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থ পুরোটাই ব্যবহৃত হবে শিশুদের ক্যান্সার রুগীর রোগের চিকিৎসায়, তাঁদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য।