বর্ধমান-পারিজাত মোল্লা রিপোর্ট-পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির গড়ে গেছেন একদা মুঘল সম্রাট শাহজাহান বাদশার শিক্ষা ও দীক্ষাগুরু আব্দুল হামিদ দানেশখান্দ ( হামিদ বাঙালি), সেই সম্প্রীতির মেলবন্ধন এখনও অক্ষত মঙ্গলকোটের বুকে।এখানে কালিপুজোর সূচনা ঘটে পীরের মাজারে চাদর চাপিয়ে। বৃহস্পতিবার বিকেলে মঙ্গলকোটের পুরাতন থানায় পীর পাঞ্জাতন বাবার মাজারে চাদর চাপিয়ে মঙ্গলকোট থানার কালীপুজোর শুভ সূচনা করলেন আইসি মধুসূদন ঘোষ সহ অন্যান্য অতিথিবর্গরা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার শতাধিক বছরের ধর্মীয় রীতি মেনে পীর পাঞ্জাতন বাবার মাজারে চাদর চাপিয়ে কালীপুজোর শুভ সূচনা হলো এদিন । এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। ওই দিন এলাকার সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে বলে জানান মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। গুরুর প্রতি এহে শ্রদ্ধা নিবেদন ইতিহাসে অত্যন্ত বিরল এক অধ্যায়। দক্ষিণ বঙ্গের আঞ্চলিক গবেষক তথা বর্ষীয়ান সাংবাদিক রণদেব মুখার্জি জানান -” মঙ্গলকোটের কুনুর নদীর তীরবর্তী এলাকায় দানিশমন্দের মাজারে প্রার্থনা করার পর মাকালী পুজো শুরু করা হয়। শতাব্দী প্রাচীন এই প্রথা সম্প্রীতির অনন্যধারা হিসেবে মঙ্গলকোটে বজায় আছে। রণদেব বাবু আরও জানিয়েছেন -” ধর্মপররায়ণ বাঙালি দানিশমন্দের সান্নিধ্যলাভে বহু হিন্দু রাজা। ধর্মীয় পরিমণ্ডলে দেশের মধ্যে আঠারো আউলিয়ার দেশ মঙ্গলকোট আজও সুরক্ষিত স্থান”।এহেন মঙ্গলকোটে থানার কালিপুজো সূচনা ঘটে পীরের মাজারে চাদর চাপিয়ে। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানিয়েছেন -” এহেন মাহাত্ম্যপূর্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট থাকুক অনন্তকাল “।
Related Articles
Boro Bazar Welfare society blood donation camp
কলকাতা – ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি নরেস চৌধুরী বিশিষ্ট সমাজসেবী উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন।২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বোসের 127 তম জন্মদিন উপলক্ষে বড়বাজার বাঁশ তলার মোড়ে ২৩ নম্বর ওয়ার্ডে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা। ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১৪০ জন […]
Netaji’s birthday celebration
কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট:-নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৭ তম জন্মদিন উপলক্ষে নেতাজির জন্ম উৎসব কমিটির ৬৩ তম বর্ষে উত্তর কলকাতার গৌরী বাড়ি লেন ও রতন নিয়োগী লেন সম্মুখে ২৩ জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত চারদিন ব্যাপী সাংস্কৃতি ক ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজির জন্ম উৎসব কমিটির সভাপতি সাধন সাহা, তিনকরি […]
আইনজীবী জয়দীপ মুখার্জির উদ্যোগে অন্নপূর্ণা পূজোর আয়োজন
হুগলি-শুভ ঘোষ রিপোর্ট – ব্যান্ডেলএর রায়বাজার দুর্গা পূজার মাঠ সংলগ্ন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি উদ্যোগে অন্নপূর্ণা পূজোর আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এ বছরও অন্নপূর্ণা পূজোর আয়োজন করা হয়।২৯ বছরে মুখার্জি বাড়ির এই অন্নপূর্ণা পূজোর কে ঘিরে আজ ২০০০ ভক্ত ও নানা জায়গা থেকে আসা সাধু সন্ন্যাসী রা ও সাধারণ মানুষ ভোগ প্রসাদ খাওয়া-দাওয়ার […]