কলকাতা – ইন্দ্রজিৎ আইচ রিপোর্ট – প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাবিক নাট্যম পালন করলো প্রজাতন্ত্র দিবস গোবরডাঙ্গায়।উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা ও সোমনাথ রাহা মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন দলের সকল সদস্য ও সদস্যরা। নিজস্ব মহলা কক্ষের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি শুভ সূচনা করেন দলের পরিচালক নাট্যগুরু মাননীয় জীবন অধিকারী। পতাকা উত্তোলন পর্ব শেষ করে সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করেন দলের প্রতিষ্ঠা সদস্য মাননীয় প্রদীপ কুমার সাহা মহাশয়। উপস্থিত ছিলেন দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি ও কোষাধ্যক্ষ সুপর্ণা সাধুখা। কিশোর নাট্যকর্মশালার সকল কুশিলবরা উপস্থিত ছিলেন ওই দিনে। এখানে সমবেতভাবে ভারতের জাতীয় সংগীত গাওয়া হয়। জীবন অধিকারী ও সোমনাথরা মহাশয় প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব বিস্তারিত আলোচনা করেন। নাট্যকর্মশালা ছাত্রছাত্রীরা বেশ কিছু দেশাত্মবোধক গান নাচ কবিতার মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরো বাড়িয়ে তোলে। এলাকার বহু মানুষ সামিল হয়েছিলেন নাবিক নাট্যমের এই আয়োজনে। এলাকার মানুষের হাতে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দীর্ঘ সময়ের জন্য না হলেও এই আয়োজন সম্পূর্ণরূপে সাফল্য অর্জন করে।
Related Articles
বুদ্ধ পূর্ণিমার উৎসব পালন ও বিশ্ব শান্তির বার্তা
কলকাতা -শুভঘোষরিপোর্ট-ইউনাইটেডবুদ্ধিস্টওয়েলফেয়ার অর্গানাইজেশন এন্ড অল বুদ্ধিস্টওয়েলফেয়ারঅর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল যৌথ প্রয়াসে বিশ্বজুড়ে অহিংসা মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিলেন। বিশ্ব শান্তির বার্তা দিলেন দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা।২৫৬৮ তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে বুদ্ধ পুর্নিমারঅনুষ্ঠানেরআয়োজন করা হয়। ভারত ছাড়াও তিব্বত,চীন,মায়ানমার,শ্রীলংকা, ভিয়েতনামও অন্যান্যদেশথেকেবুদ্ধভিক্ষুরাএসেছিলেনঅনুষ্ঠানে যোগ দিতে ।সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব শান্তির জন্য […]
শ্রীতম সার্জিক্যাল এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
বারুইপুর-শুভ ঘোষ রিপোর্ট -শ্রীতম সার্জিক্যাল এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কল্যানপুর বিবিমাতা মন্দির মাঠ প্রাঙ্গনে শ্রীতম সার্জিক্যাল এবং কে,পি,সি মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ প্রয়াসে ৬-তম রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।আজকের এই রক্তদান শিবিরে বারুইপুর শ্রীতম সার্জিক্যাল কর্ণধার শৈলেন নস্কর স্ত্রী পাপিয়া নস্কর যৌথ প্রয়াসে অনুষ্ঠিত হয়।আজকে মূলত […]
দ্রাবিন চট্টোপাধ্যায়ের এথনিক ড্যান্স একাডেমি পঞ্চম বসন্ত উৎসব পালন করলো
পঞ্চম বসন্ত উৎসব পালন করল দ্রাবিন চট্টোপাধ্যায়ের এথনিক ড্যান্স একাডেমি বুধবার বিকেলে কলকাতার জ্ঞানমঞ্চে নৃত্যশিল্পী দ্রাবিন চট্টোপাধ্যায়ের এথেনিক ড্যান্স একাডেমির পঞ্চম বসন্ত বন্দনা অনুষ্ঠিত হলো । অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দ্রাবিন চট্টোপাধ্যায়ের নৃত্যগুরু কোহিনুর সেন বরাট , সুজয় ঠাকুর ও গুরু সুস্মিতা ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে কোলকাতার বিশিষ্ট ৪০ জন নৃত্যশিল্পী তাঁদের শৈলী প্রদর্শন […]