এই মুহূর্তে জেলা

Navik Natyam’s Republic Day was celebrated with grandeur

কলকাতা – ইন্দ্রজিৎ আইচ রিপোর্ট – প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাবিক নাট্যম পালন করলো প্রজাতন্ত্র দিবস গোবরডাঙ্গায়।উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা ও সোমনাথ রাহা মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন দলের সকল সদস্য ও সদস্যরা। নিজস্ব মহলা কক্ষের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি শুভ সূচনা করেন দলের পরিচালক নাট্যগুরু মাননীয় জীবন অধিকারী। পতাকা উত্তোলন পর্ব শেষ করে সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করেন দলের প্রতিষ্ঠা সদস্য মাননীয় প্রদীপ কুমার সাহা মহাশয়। উপস্থিত ছিলেন দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি ও কোষাধ্যক্ষ সুপর্ণা সাধুখা। কিশোর নাট্যকর্মশালার সকল কুশিলবরা উপস্থিত ছিলেন ওই দিনে। এখানে সমবেতভাবে ভারতের জাতীয় সংগীত গাওয়া হয়। জীবন অধিকারী ও সোমনাথরা মহাশয় প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব বিস্তারিত আলোচনা করেন। নাট্যকর্মশালা ছাত্রছাত্রীরা বেশ কিছু দেশাত্মবোধক গান নাচ কবিতার মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরো বাড়িয়ে তোলে। এলাকার বহু মানুষ সামিল হয়েছিলেন নাবিক নাট্যমের এই আয়োজনে। এলাকার মানুষের হাতে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দীর্ঘ সময়ের জন্য না হলেও এই আয়োজন সম্পূর্ণরূপে সাফল্য অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *