এই মুহূর্তে রাজ্য

Netaji’s birthday celebration

কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট:-নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৭ তম জন্মদিন উপলক্ষে নেতাজির জন্ম উৎসব কমিটির ৬৩ তম বর্ষে উত্তর কলকাতার গৌরী বাড়ি লেন ও রতন নিয়োগী লেন সম্মুখে ২৩ জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত চারদিন ব্যাপী সাংস্কৃতি ক ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজির জন্ম উৎসব কমিটির সভাপতি সাধন সাহা, তিনকরি দত্ত সিটি কেবিলের কর্ণধার, কৌশিক সাহা তৃণমূল কর্মী, রানা সুর, সমীর চক্রবর্তী, ধরম বোস, আনন্দ গোয়ালা, লাল্টু দত্ত, মান্টা মিশ্র আরো অনেক বিশিষ্ট অতিথি বর্গ উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হয়। চার দিনের মূলত এই অনুষ্ঠানে বসে আঁকা প্রতিযোগিতা, শীত বস্ত্র, শাড়ি ও কম্বল বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা, রক্ত দান শিবির, নৃত্য ও সংগীত অনুষ্ঠান এই সমস্ত বিশয়ের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *