কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট:-নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৭ তম জন্মদিন উপলক্ষে নেতাজির জন্ম উৎসব কমিটির ৬৩ তম বর্ষে উত্তর কলকাতার গৌরী বাড়ি লেন ও রতন নিয়োগী লেন সম্মুখে ২৩ জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত চারদিন ব্যাপী সাংস্কৃতি ক ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজির জন্ম উৎসব কমিটির সভাপতি সাধন সাহা, তিনকরি দত্ত সিটি কেবিলের কর্ণধার, কৌশিক সাহা তৃণমূল কর্মী, রানা সুর, সমীর চক্রবর্তী, ধরম বোস, আনন্দ গোয়ালা, লাল্টু দত্ত, মান্টা মিশ্র আরো অনেক বিশিষ্ট অতিথি বর্গ উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হয়। চার দিনের মূলত এই অনুষ্ঠানে বসে আঁকা প্রতিযোগিতা, শীত বস্ত্র, শাড়ি ও কম্বল বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা, রক্ত দান শিবির, নৃত্য ও সংগীত অনুষ্ঠান এই সমস্ত বিশয়ের আয়োজন করা হয়েছে।
Related Articles
The seminar was organized by medical scientist Asim Kranti Dutta Roy
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – বিশ্ব সংস্থা হু -এর রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিবছর ১৭.৭ মিলিয়ন বা এক কোটি ৭৭ লক্ষ মানুষের মৃত্যু শুধুমাত্র হৃদরোগের জন্য।এর মধ্যে কার্ডিও-ভাসকুলার সমস্যা রয়েছে, বিশ্বে প্রতিবছর যতজনের মৃত্যু হয় তার ৩১% হয় হৃদরোগের সমস্যার জন্য। হৃদরোগের আশঙ্কা কমাতেই এই আবিষ্কার বলে দাবি বাঙালি বিজ্ঞানী অসীম দত্ত রায়। হৃদরোগ কমাতে যুগান্তকরিয়া […]
ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
কলকাতা – ছোট ছবির বড় উৎসব, চতুর্থতম ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল শুরু হলো। এই চার বছরেউৎসব অনেকটাই বড় হয়েছে। ছয় দিনের উৎসবে জমজমাট ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভেল। জীবন কৃতি পুরস্কার পাচ্ছেন বর্ষিয়ান অভিনেতা মোহন আগাসে। ২৩শে জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি এই ৬ দিন চলবে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভাল। ত্রিশটি দেশের ছোট ছবি দেখানো হবে […]
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে জাতীয় বিজ্ঞান দিবস পালন
কলকাতা -28 ফেব্রুয়ারী 2024 তারিখে সকাল 11.00 টা থেকে 5.00 PM পর্যন্ত মোহনপুর ক্যাম্পাসে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে ইনস্টিটিউট ওপেন ডে উদযাপন করছে। ইনস্টিটিউটের বিভাগগুলিতে পরীক্ষাগার পরিদর্শন এবং অত্যাধুনিক গবেষণা সুবিধাগুলির অন্তর্দৃষ্টি, তরুণ গবেষক, ছাত্র এবং অধ্যাপকদের সাথে মিথস্ক্রিয়া, প্রদর্শনী, মডেল, প্রদর্শন, অধ্যাপক এবং গবেষক ছাত্রদের জনপ্রিয় আলোচনা এবং পোস্টার উপস্থাপনা এই প্রোগ্রামের হাইলাইট হয়। […]