কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট-বিশ্বনিদ্রা দিবস উপলক্ষে কলকাতা সি.এম.আর.আই.হাসপাতালে ডাক্তারদের নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।শুধু তাই নয় এই বৈঠকে সি,এম,আর,আই ডিপার্টমেন্ট অফ পামনোলজির ডক্টর রাজা ধর,এবং সি.এম.আর.আই ডিপার্টমেন্ট অফ পামোন্টলজির কনসাল্টেন্ট অরূপ হালদার,হার্ট স্পেশালিস্ট ডক্টর ধীমান কাহালি এবং ডক্টর সৌমব্রত রায় ইউনিট হেট,সিএম,আর,আই হাসপাতালে উপস্থিত ছিলেন।বর্তমানে যে কোন মানুষের সঠিক সময় যদি ঘুম না হয় তাহলে কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে কিন্তু কলকাতা সি,এম,আর,আই হাসপাতালে দীর্ঘ ৫৪ বছরের ঐতিহ্যপূর্ণ সেবা সুশ্রূষা জোড়ে কত মানুষের সুস্থতা সম্ভবপর হয়েছে।
Related Articles
খেলাঘর বাঁধতে লেগেছি, প্রথম ছোটদের বাংলায় এ আই চলচ্চিত্র
খেলাঘর বাঁধতে লেগেছি’র ট্রেলার ও মিউজিকের শুভমুক্তি হল আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জয় সেনগুপ্ত, বাসবদত্তা চ্যাটার্জী, সিনেমার প্রযোজক প্রফেসর রঞ্জন দাস ও পরিচালক শিবাজী দত্ত। অভিনেতা জয় সেনগুপ্ত ও বাসবদত্তা চ্যাটার্জী ছাড়াও এই সিনেমার এক মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা শ্রী পার্থসারথি দেব। এই অনুষ্ঠানে তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণা করা হয়। অভিনেতা পার্থসারথি […]
Realme 12 Pro 5G has launched a new phone with Periscope telephoto
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – realme কোম্পানি উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় কলকাতার একটি নামই হোটেলে। জানুয়ারি ২০২৪ এর সবচেয়ে নির্ভরযোগ্য স্মার্টফোন পরিষেবার প্রদানকারী রিয়েলমি টুয়েলভ এর প্রো সিরিজের ফাইভ জি লঞ্চ করে। এটি তার প্রিমিয়াম নাম্বার সিরিজের নতুন সংযোজন। Realme 12 pro সিরিজ ৫জি দুটি স্ট্যান্ড আউট স্মার্টফোন realme মুক্তি পায়। দুটি […]
হৃদরোগ কমাতে যুগান্তকারী আবিষ্কার ‘হার্টি ফাইন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -এক বৎসর পুর্তি উদযাপন চিকিৎসা বৈজ্ঞানিক অসীম কান্তি দত্ত রায়ের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। হৃদরোগ কমাতে যুগান্তকারী আবিষ্কার ‘হার্টি ফাইন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কারের জন্য পুরস্কার পাবেন গত কয়েক বছর ধরে সে ব্যাপারে কমিটিকে বছরের সেরা আবিষ্কারগুলির সন্ধান দিয়ে আসছেন নদীয়ার গাংনাপুরের বাসিন্দা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসাবিজ্ঞানী অসীম […]