কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -কলকাতার নামী স্টুডিও তে লঞ্চ হলো RRS Production House এর ইউটিউব চ্যানেল “উল্টো পুরাণ”। RRS Production House এবং Chandrima’s RR Fashion Hub এর কর্নধার ডিজাইনার চন্দ্রিমা বসু জানালেন এই চ্যানেলটি শুধু মাত্র ই বিনোদনের জন্য নয়।এই “উল্টো পুরাণ”-এ নানা গল্পের মাধ্যমে ওনারা সমাজের বিভিন্ন সমস্যা গুলি তুলে ধরতে চান এবং তার সঙ্গে গতানুগতিক চিন্তাধারার বাইরে গিয়ে নতুন ভাবে সমাজকে বার্তা কিছু ভাবতে শেখাতে চান। চ্যানেলের প্রথম গল্প “মা”।সন্তানের হত্যা এর মতো ঘৃন্য অপরাধের বিরুদ্ধে এক মা – এর প্রতিশোধের এর গল্প। বিশ্ব নারী দিবস উপলক্ষে এই অসাধারন একটি গল্পের উপস্থাপনা দিয়ে শুরু হলো এই “উল্টো পুরাণ” এর যাত্রা। যার ডিরেকশন দিচ্ছেন ডিরেক্টর সৌরভ বন্দোপাধ্যায়। প্রত্যেক রবিবার বাঙ্গালীর মন জয় করতে এবং বাঙ্গালী কে কিছু নতুন করে ভাবাতে ইউটিউব এবং ফেস বুক এর “উল্টো পুরাণ” চ্যানেলে আসবে একটি করে নতুন গল্প। RRS Production House er “উল্টো পুরাণ” একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা আপনাদের অভিনয় দক্ষতা ও শিল্পী সত্বা প্রকাশ করার সুযোগ পাবেন।আপনার বয়স যাই হোক না কেন, যদি অভিনয় বাসনা মনের মধ্যে থাকে তাহলে দেরি না করে আজ ই যোগাযোগ করুন “উল্টো পুরাণ” এর কর্নধার ডিজাইনার চন্দ্রিমা বসু সঙ্গে।
Related Articles
রূপান্তরকামীকে বিয়ে করে নজির গড়লো ইন্দ্রজিৎ
কলকাতা-হৃদয়পুর-সৃঞ্চিণী পোদ্দার রিপোর্ট – গল্প হলেও সত্যি। রূপান্তরকামী এক মহিলাকে সহধর্মিনী হিসাবে গ্রহণ করলেন এক ব্যবসায়ী। এই নজির এই শহরেই রয়েছে ৷ স্রাচি দাস মিত্র আর ইন্দ্রজিৎ মিত্র হলেন এই হৃদয়পুরের বুকে দৃষ্টান্ত ৷ গত এক বছর আগে তাদের দীর্ঘদিনের প্রেম পরিণতি পেয়েছিল বিয়ের পিঁড়িতে ৷ চিকিৎসা শাস্ত্রের সাহায্য নিয়েছিলেন স্রাচি ৷ নানা প্রতিকূলতাকে উপেক্ষা […]
আঁকি ঝুঁকি আর্ট সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো চিত্র প্রদর্শনী
কলকাতা -সৃঞ্চিণী পোদ্দাররিপোর্ট -বেলঘড়িয়ার একটি অন্যতম অঙ্কন প্রতিষ্ঠান আঁকি ঝুঁকি। যার সুবাদে বহু ছাত্র-ছাত্রী তাদের শেখা তুলির টানে আঁকা ছবিতে মন কেড়েছেন বহু মানুষের। এবার সেই আঁকি ঝুঁকি অংকন প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্পন্ন হল তিন দিনব্যাপী এক অংকন প্রদর্শনী। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের স্বনির্ভর করে তোলার জন্য উদ্যোগ নিল আঁকি ঝুঁকি আর্ট সেন্টার। সেই উদ্দেশ্যে […]
খেলাঘর বাঁধতে লেগেছি, প্রথম ছোটদের বাংলায় এ আই চলচ্চিত্র
খেলাঘর বাঁধতে লেগেছি’র ট্রেলার ও মিউজিকের শুভমুক্তি হল আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জয় সেনগুপ্ত, বাসবদত্তা চ্যাটার্জী, সিনেমার প্রযোজক প্রফেসর রঞ্জন দাস ও পরিচালক শিবাজী দত্ত। অভিনেতা জয় সেনগুপ্ত ও বাসবদত্তা চ্যাটার্জী ছাড়াও এই সিনেমার এক মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা শ্রী পার্থসারথি দেব। এই অনুষ্ঠানে তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণা করা হয়। অভিনেতা পার্থসারথি […]