এই মুহূর্তে রাজ্য

“উল্টো পুরান” ইউটিউব চ্যানেল নানারকম গল্প নিয়ে হাজির সবার জন্য

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -কলকাতার নামী স্টুডিও তে লঞ্চ হলো RRS Production House এর ইউটিউব চ্যানেল “উল্টো পুরাণ”। RRS Production House এবং Chandrima’s RR Fashion Hub এর কর্নধার ডিজাইনার চন্দ্রিমা বসু জানালেন এই চ্যানেলটি শুধু মাত্র ই বিনোদনের জন্য নয়।এই “উল্টো পুরাণ”-এ নানা গল্পের মাধ্যমে ওনারা সমাজের বিভিন্ন সমস্যা গুলি তুলে ধরতে চান এবং তার সঙ্গে গতানুগতিক চিন্তাধারার বাইরে গিয়ে নতুন ভাবে সমাজকে বার্তা কিছু ভাবতে শেখাতে চান। চ্যানেলের প্রথম গল্প “মা”।সন্তানের হত্যা এর মতো ঘৃন্য অপরাধের বিরুদ্ধে এক মা – এর প্রতিশোধের এর গল্প। বিশ্ব নারী দিবস উপলক্ষে এই অসাধারন একটি গল্পের উপস্থাপনা দিয়ে শুরু হলো এই “উল্টো পুরাণ” এর যাত্রা। যার ডিরেকশন দিচ্ছেন ডিরেক্টর সৌরভ বন্দোপাধ্যায়। প্রত্যেক রবিবার বাঙ্গালীর মন জয় করতে এবং বাঙ্গালী কে কিছু নতুন করে ভাবাতে ইউটিউব এবং ফেস বুক এর “উল্টো পুরাণ” চ্যানেলে আসবে একটি করে নতুন গল্প। RRS Production House er “উল্টো পুরাণ” একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা আপনাদের অভিনয় দক্ষতা ও শিল্পী সত্বা প্রকাশ করার সুযোগ পাবেন।আপনার বয়স যাই হোক না কেন, যদি অভিনয় বাসনা মনের মধ্যে থাকে তাহলে দেরি না করে আজ ই যোগাযোগ করুন “উল্টো পুরাণ” এর কর্নধার ডিজাইনার চন্দ্রিমা বসু সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *