এই মুহূর্তে জেলা

আইনজীবী জয়দীপ মুখার্জির উদ্যোগে অন্নপূর্ণা পূজোর আয়োজন

হুগলি-শুভ ঘোষ রিপোর্ট – ব্যান্ডেলএর রায়বাজার দুর্গা পূজার মাঠ সংলগ্ন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি উদ্যোগে অন্নপূর্ণা পূজোর আয়োজন করা হয়।
প্রতিবছরের মতো এ বছরও অন্নপূর্ণা পূজোর আয়োজন করা হয়।২৯ বছরে মুখার্জি বাড়ির এই অন্নপূর্ণা পূজোর কে ঘিরে আজ ২০০০ ভক্ত ও নানা জায়গা থেকে আসা সাধু সন্ন্যাসী রা ও সাধারণ মানুষ ভোগ প্রসাদ খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। আজকে মূলত অন্নপূর্ণা পূজোকে ঘিরে উপস্থিত ছিলেন চায়না ডেপুটি কনসার্ট জেনারেল কিউ ইয়ং,হিউম্যান রাইটসের চেয়ারম্যান জয়তিকা কলরা, সিটিকেবিল এর কর্ণধার তিন কড়ি দত্ত মহাশয় হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি আশীষ মহাশয় এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।অন্নপূর্ণা পুজো উপলক্ষে বিরাট পুজোর আয়োজন ও জাক যজ্ঞের আয়োজন করা হয়,তারপরই ভক্তরা প্রসাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *