এই মুহূর্তে রাজ্য

Organized blood donation camp under the initiative of Entali Morning Athletic Club

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – উত্তর কলকাতার এন্টালি মর্নিং অ্যাথলেটিক ক্লাব এর উদ্যোগে ১৩ নম্বর গোপ লেনের দুর্গা মাঠে চতুর্থতম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এটি উত্তর কলকাতার ৫৪ নম্বর ওয়ার্ড। আজকে ১৪৫ জন রক্ত দাতা রক্ত দান করেন। এন্টালি মর্নিং অ্যাথলেটিক ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুজিত কুমার বিশ্বাস,ক্লাবের সম্পাদক রাজা সরকার, ক্লাবে ট্রেজার অলক রায়, তিন কড়ি দত্ত সিটি কেবিলের কর্ণধার, প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায়, ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আমিরউদ্দিন ববি, এনটালির বিধায়ক স্বর্ণকমল সাহা,বিশিষ্ট আইনজীবী বিশ্বজিৎ দেব ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *