বারুইপুর-শুভ ঘোষ রিপোর্ট -শ্রীতম সার্জিক্যাল এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কল্যানপুর বিবিমাতা মন্দির মাঠ প্রাঙ্গনে শ্রীতম সার্জিক্যাল এবং কে,পি,সি মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ প্রয়াসে ৬-তম রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।আজকের এই রক্তদান শিবিরে বারুইপুর শ্রীতম সার্জিক্যাল কর্ণধার শৈলেন নস্কর স্ত্রী পাপিয়া নস্কর যৌথ প্রয়াসে অনুষ্ঠিত হয়।আজকে মূলত উপস্থিত ছিলেন যাদবপুর কে,পি,সি মেডিকেল কলেজের হেড সিস্টার বাসন্তী দাস মহাশয়া এবং বারুইপুর শ্রীতম সার্জিক্যাল মার্কেটিং ম্যানেজার সাধন গাইন, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।আজকে এই ৬ই তম রক্তদান শিবিরে বারইপুর অঞ্চলে বহু দূর-দূরান্ত থেকে আসা ১৫০জন রক্তদাতা রক্তদান করেন। শ্রীতম সার্জিক্যাল এর কর্ণধার শৈলেন নস্করের উদ্যোগে শীতকালে ঝাড়গ্রামে অধিবাসীদের জন্য ১০০জন গরিব অসহায় মানুষদের শীতকালীন বস্ত্র ও খাবারদাবার দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া বারুইপুর অঞ্চলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা কৃতি ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান ও মানপত্র দেওয়া হয়।বারুইপুর কল্যানপুর বিবিমাতা মন্দিরে বহু গরিব অসহায় মানুষদের অন্য দানেরও ব্যবস্থা করা হয়।
Related Articles
The seminar was organized by medical scientist Asim Kranti Dutta Roy
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – বিশ্ব সংস্থা হু -এর রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিবছর ১৭.৭ মিলিয়ন বা এক কোটি ৭৭ লক্ষ মানুষের মৃত্যু শুধুমাত্র হৃদরোগের জন্য।এর মধ্যে কার্ডিও-ভাসকুলার সমস্যা রয়েছে, বিশ্বে প্রতিবছর যতজনের মৃত্যু হয় তার ৩১% হয় হৃদরোগের সমস্যার জন্য। হৃদরোগের আশঙ্কা কমাতেই এই আবিষ্কার বলে দাবি বাঙালি বিজ্ঞানী অসীম দত্ত রায়। হৃদরোগ কমাতে যুগান্তকরিয়া […]
সাইবার সিকিউরিটি প্রযুক্তির শিক্ষা প্রশিক্ষণ শিবির অর্কিড দ্যা ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে
কলকাতা – শুভ ঘোষ রিপোর্ট -অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটির চারটি নিয়ম সম্পর্কে শিক্ষাদান নিরাপত্তা,সুরক্ষা,সুস্থতা এবং গোপনীয়তা। অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল এর শিক্ষার্থীদের সাইবার আইনি প্রশিক্ষণ এবং পরামর্শ প্রতিষ্ঠানে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত একটা কর্মশালা অনুষ্ঠিত হয়।সাইবার নিরাপত্তা ও কিভাবে অনলাইনে হুমকি মোকাবিলা ডেটা সুরক্ষা ব্যবস্থাপনা ও সম্মতি বিধিগুলো উপরে একটা ক্রাশ কোর্স করানো […]
তাপড়িয়া বিকাশ পরিষদের উদ্যোগে তৃতীয়তম রক্তদান শিবির
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – তাপরিয়া বিকাশ পরিষদ সহযোগিতায় 3 তম রক্তদান শিবির রমা ভবনে ব্রজোদুলাল স্ট্রিট কমান্ড (কমান্ডো হসপিটাল) ইন্ডিয়ান আর্মি সহযোগিতায় ১১০ জন রক্তদাতা রক্তদান করেন।কামান্ডো হসপিটালে ইন্ডিয়ান আর্মি সহযোগিতায় রক্তদান শিবিরের সাধারণ মানুষের কাছে সত্যিই খুব দুর্লভ ব্যবস্থা ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সূর্য প্রকাশ টেডব্রুয়াল,অমৃতা […]