কলকাতা -সৃঞ্চিণী পোদ্দাররিপোর্ট -বেলঘড়িয়ার একটি অন্যতম অঙ্কন প্রতিষ্ঠান আঁকি ঝুঁকি। যার সুবাদে বহু ছাত্র-ছাত্রী তাদের শেখা তুলির টানে আঁকা ছবিতে মন কেড়েছেন বহু মানুষের। এবার সেই আঁকি ঝুঁকি অংকন প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্পন্ন হল তিন দিনব্যাপী এক অংকন প্রদর্শনী। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের স্বনির্ভর করে তোলার জন্য উদ্যোগ নিল আঁকি ঝুঁকি আর্ট সেন্টার। সেই উদ্দেশ্যে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চিত্র প্রদর্শনীর এক আয়োজন করা হয়।
প্রায় ৬৬ টি চিত্র এই বেলঘড়িয়া ফিডার রোডের ধারে প্যারীমোহন লাইব্রেরীর অডিটোরিয়ামে চিত্র প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়। বিগত ২৬ বছর ধরে আখি ঝুঁকি আর্ট সেন্টার সুনামের সাথে রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে ছাত্র ছাত্রী গড়ে চলেছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার নিরুপম পালের তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিলিত প্রয়াসে এই গোটা চিত্র প্রদর্শনী উপস্থাপন করা হয়। যেখানে আগামীতে আর্ট চিত্র এবং অঙ্কনের উপরে আগ্রহ শুধু নয়, ঝোঁক বাড়বে বলে আশাবাদী বিদ্যালয়ের প্রধান নিরূপম পালের।
আঁকি ঝুঁকি আর্ট সেন্টারের পরিচালনায় প্রদীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে প্রথম দিনের চিত্র প্রদর্শনীর সূচনা করা হয়।দ্বিতীয় দিনে চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেবার দিকে আরও উৎসাহিত করা হয়। আর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরদয়াল বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৌমেন পাল, সর্বভারতীয় সংগীত এবং সংস্কৃত পরিষদের সম্পাদক ডাঃ শান্তনু সেনগুপ্ত, নিমতা হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক মলয় কুমার বিশ্বাস, নিমতা হাই স্কুলের শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী, সুশোভন দাশগুপ্ত, দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস, বিশিষ্ট আইনজীবী শ্রীকুমার ব্যানার্জি সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এই দিনের এই অনুষ্ঠান প্রাঙ্গনে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবক সহ সামিল হন এলাকার বহু মানুষেরা। যে সময় দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম মোবাইল এর প্রতি আসক্ত হয়ে পড়ছে দিনে দিনে। এই পরিপেক্ষিতে আঁকা রং তুলি নিয়ে চর্চা করা এসবের মধ্যে থাকলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে অনেক উপকার হবে তাই এই ধরনের প্রদর্শনী আরো আয়োজন করা প্রয়োজন। এই দিনের এই অনুষ্ঠানে এসে এমনই বলেন উপস্থিত অতিথিরা।