এই মুহূর্তে রাজ্য

AFTI এর পরিচালনায় প্রাক বসন্ত উৎসব পালন

কলকাতা -সৃঞ্চিণী পোদ্দার রিপোর্ট -রং যেন মোর মর্মে লাগে । আমার সকল কর্মে লাগে। বিশ্ব বারেন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের লাইন স্মরণে রেখে উৎযাপিত হলো প্রাক বসন্ত উৎসব। রং বেরঙের আবির খেলার মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী পালিত হয় এই অনুষ্ঠান। AYUSHMI FILM AND TELEVISION INSTITUTE এবং Green Leaf Events নিবেদিত উৎযাপিত হলো বসন্ত উৎসব ২০২৪ । ৬৪ পল্লী ক্লাবের সহযোগিতায় সম্পন্ন হয় এই দিনের এই প্রাক বসন্ত উৎসবের অনুষ্ঠান। এক টুকরো শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাট যেন নেমে এসেছিল দক্ষিণ কলকাতার ৬৪ পল্লী পূজা প্রাঙ্গণে ।
সমাজের বহুগুণী বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে একেবারে এক মিলন ক্ষেত্রে পরিণত হয় এই দিনের এই উৎসব মহল। সেখানে শান্তিনিকেতনের বাউল এবং লোকনৃত্যশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছিল উপস্থিত সকলে । কলকাতার বহু স্বনামধন্য মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, টেকনিশিয়ান এবং বিভিন্ন মডেলিং গ্রুপের অর্গানাইজাররা, অভিনয় জগতের বিভিন্ন কলাকুশলীরা সবাই সামিল হন এই বসন্ত উৎসবের প্রাঙ্গণে। স্বামী সুদর্শনানন্দ মহারাজ প্রদীপ প্রজ্বলিত করে এই বসন্ত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এই বসন্ত উৎসবের মঞ্চ থেকে পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত অতি উত্তম ছবির প্রচার করা হয়। ছবির প্রমোশনে এসে বসন্ত উত্সবের আমেজ মেতে ওঠেন ছবির কলাকুশলীরা।
উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি , অভিনেতা গৌরব চক্রবর্তী, অভিনেতা সন্দীপ চক্রবর্তী, কলকাতার দুর্গাপুজোর থিম শিল্পী বাপাই সেন, শিল্পী সুরজিৎ রায়চৌধুরী, এছাড়া আরো অনেকে ।

AYUSHMI FILM AND TELEVISION INSTITUTE এর কর্ণধার অভিজিৎ সাতরা বলেন- কলকাতার যে সকল মানুষ দোলের সময় শান্তিনিকেতনে যেতে পারেন না ,তাদের উদ্দেশ্যেই কলকাতায় প্রত্যেক বছর আমরা নিয়ে আসি এক টুকরো শান্তিনিকেতন। যেখানে আমরা উদযাপন করি আমাদের প্রাণের রবি ঠাকুরের বসন্ত উৎসব ।

AYUSHMI FILM AND TELEVISION INSTITUTE এবং Green Leaf Events দ্বারা আয়োজিত এই দিনের এই বসন্ত উৎসবের অনুষ্ঠানটি ৬৪ পল্লী ক্লাবের সদস্য প্রেমাঙ্কুর বিশ্বাস , Green Leaf Events এর কর্ণধার সুমিত চ্যাটার্জি, এবং Hullor24x7 চ্যানেলের কর্ণধারঅভিষেক দাশগুপ্ত সহযোগিতায় সম্পন্ন হয়। আগামী বছরেও এই একইভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে সাজানো শান্তিনিকেতন কে কলকাতাবাসীর কাছে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ আমরা। নতুন কোন চমক নিয়ে আগামী বছর এ বসন্ত উৎসবকে হাজির করব মহানগরীর বুকে এমনটাই বললেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *