এই মুহূর্তে রাজ্য

Press conference at Calcutta Press Club courtesy West Bengal Child and Women Welfare Organization

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় কলকাতা প্রেসক্লাবে।১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সোমবার বিকালে বসিরহাটের জেলার সন্দেশখালি যাবার পথে ন্যাজাট থানার পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। বলা হয় ১৪৪ ধারা আছে, তাই আমাদের যেতে দেওয়া হবে না। সন্দেশখালি নারী নির্যাতন হিংসার প্রতিবাদে পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ সংস্থার যেতে বাধা পাওয়ায় ধিক্কার জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যের মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা দুর্ভাগ্যজনক। উনারা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী সেখানে নারীদের সুরক্ষার চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ সংস্থা তরফ থেকে আজকে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সম্পাদিকা রুমা ঘোষ,সভানেত্রী অর্চনা গুপ্ত,সহ-সম্পদ অধিকারী,কেয়া চক্রবর্তী, ও কেয়া সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *