কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -পৃথিবীতে অনেক রাজ্যসিক রোগের মধ্যে যক্ষা একটা রাজ রোগ। কলকাতা প্রেসক্লাবে বিশ্ব যক্ষাদিবস উপলক্ষে মেডিকা গ্রুপ অফ হসপিটালের পক্ষ থেকে একটা সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়।যক্ষার ফলে দ্রুত রোগের ধরা পড়া তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা এবং রোগ সংক্রান্ত নানা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনায় বক্তব্য পেশ করেন ডিরেক্টর ডক্টর দেবরাজ জস্ এবং চিপ মার্কেটিং অফিসার ডঃ সৌমিত্র ভারত দোয়াজ। যক্ষার জন্য দুটি ওষুধ বেরিয়েছে বেটা কৈলিন এবং ডেরা মানিড, যা ২৪ মাসের পরিবর্তে যক্ষা রোগ নিরাময় করতে ৯ মাসে কমানো হয়েছে ।
Related Articles
আইনজীবী জয়দীপ মুখার্জির উদ্যোগে অন্নপূর্ণা পূজোর আয়োজন
হুগলি-শুভ ঘোষ রিপোর্ট – ব্যান্ডেলএর রায়বাজার দুর্গা পূজার মাঠ সংলগ্ন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি উদ্যোগে অন্নপূর্ণা পূজোর আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এ বছরও অন্নপূর্ণা পূজোর আয়োজন করা হয়।২৯ বছরে মুখার্জি বাড়ির এই অন্নপূর্ণা পূজোর কে ঘিরে আজ ২০০০ ভক্ত ও নানা জায়গা থেকে আসা সাধু সন্ন্যাসী রা ও সাধারণ মানুষ ভোগ প্রসাদ খাওয়া-দাওয়ার […]
বিশ্ব হাঁপানি দিবসে সিএমআরআই হসপিটালে অ্যাজমা ক্লিনিক
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -কলকাতারসিএমআরআই- হসপিটালে অ্যাজমা ক্লিনিক চালু করা হলো,বিশ্ব হাঁপানি দিবসে। এটি হবে হাসপাতালের প্রথম অত্যাধুনিক গুরুতর হাঁপানি ক্লিনিক যা বিশ্ব মানের সাথে সমান ভাবে পরিষেবা প্রদান করে থাকবে,বিশ্বমানের হাঁপানির চিকিৎসা প্রদান করবে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে। দুটি পদ্ধতিতে এই রোগের উপস্থিতি শনাক্তকরণ করা হবেএবং চিকিৎসা করা হবে,বিশ্বব্যাপী অ্যাজমা বা ফুসফুসের রোগের প্রাথমিক […]
বাবলু স্যারের কোচিং সেন্টারে ২৫ তম রক্তদান শিবির রক্তদান শিবির
কলকাতা – শুভ ঘোষ রিপোর্ট -কলকাতার রাজা কালীকৃষ্ণ লেন শোভাবাজার গোপীনাথ রাজবাড়ি বাবলু স্যার কোচিং সেন্টারে ২৫ তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বাবলু স্যারের কোচিং সেন্টারে মোট ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন।বাবলু স্যার কোচিং সেন্টারে ছাত্র ও ছাত্রীরা তুষার সাউ,সঞ্জু সাউ, অর্ণব পাল,সৌম্যদীপ সাহা,সুবর্ণা দত্ত,পাপিয়া দাস আরো অনেক ছাত্রছাত্রীরা এই রক্তদান শিবিরে রক্ত […]