কলকাতা -সৃঞ্চিণী পোদ্দার রিপোর্ট – শীত ও বসন্তের শুকনো মরসুমে শীতলা অষ্টমী তিথিতে প্রধানত মা শীতলা দেবীর পূজা হয়। চৈত্র মাসে মঙ্গলবার, শনিবার শীতলা পূজা হয়। প্রতিবছর মতো এ বছরও শ্রী শ্রী শীতলা দেবীর আরাধনার আয়োজন করেন কামারহাটি রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতির মহিলারা। কামারহাটি রথতলা মোড়ের কাছে ফিডার রোডে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়এই পুজো।দুদিন ব্যাপী শ্রী শ্রী শীতলা মাতার পুজোর আরাধনা চলে । প্রতিবছর এই পুজোর আয়োজন করে থাকে রাণী লক্ষী বাই মহিলা সমিতির সকল সদস্যরা। বেলঘড়িয়া শহর ২৯ নম্বর ওয়ার্ড st obc সেল এর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সম্পন্ন হয় এই শীতলা মায়ের পুজোর আয়োজন।রথতলা গোশালা শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন এলাকার বিভিন্ন মানুষজনেরা। নাম কীর্তন পূজা অর্চনা সহ বিশেষভাবে ভক্তদের প্রসাদ এর ব্যবস্থাও করা হয়। এই পুজো কমিটির তথা আহবাহক কার্তিক হেলা ওরফে সনুর সঞ্চালনায় সন্ধে জুড়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় এই দিনটি। এই উৎসবকে কেন্দ্র করে আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাচ্চা সহ মহিলা ও পুরুষদের হাতে নতুন বস্ত্রও তুলে দেন রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতির কর্ণধার তথা কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা,কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী কাউন্সিলর মেঘনা মিত্র সহ এলাকার বহু চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই অতিথিরাও নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন। আগামী দিনগুলোতেও এইভাবে মানুষের সেবায় প্রতি থাকবো আমরা এমনটাই জানান প্রধান উদ্যোক্তা কাউন্সিলর নির্মলা রায় ।
Related Articles
Press conference at Calcutta Press Club courtesy West Bengal Child and Women Welfare Organization
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় কলকাতা প্রেসক্লাবে।১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সোমবার বিকালে বসিরহাটের জেলার সন্দেশখালি যাবার পথে ন্যাজাট থানার পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। বলা হয় ১৪৪ ধারা আছে, তাই আমাদের যেতে দেওয়া হবে না। সন্দেশখালি নারী নির্যাতন হিংসার প্রতিবাদে পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ সংস্থার যেতে বাধা পাওয়ায় ধিক্কার জানিয়েছেন […]
The song recording of Vishalgarh’s horror-mystery film was recently held
কলকাতা -সাধারণত রহস্য ঘেরা ছবিতে গানের ব্যবহার খুবই কমই হয়, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক তুষার মজুমদার তাঁর নির্মিয়মান নতুন ছবি’ “বিশাল গড়ের আতঙ্ক” নামক ছবিতে দুটি গানের ব্যবহার করেছেন। সম্প্রতি লেক টাউনের স্টুডিও ওয়ার্ল্ডে নিশান শুভ্রর কথায় ও সুরে “পূর্বদিকে সূর্য উঠে” গানটি গাইলেন মুম্বাইর প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর ও কলকাতার শর্মিষ্ঠা ব্যানার্জী। রুদ্রাশীষ […]
কলকাতাতে নতুন নেতৃত্ব উন্মোচন সন্দীপ কুমার 2024-25 এর জন্য CII পশ্চিমবঙ্গের নেতৃত্ব দেবেন
কলকাতা – শুভ ঘোষ রিপোর্ট -ভারতীয় শিল্প কনফেডারেশন (সিআইআই), পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ, 2024-25 সালের জন্য নবনির্বাচিত পদাধিকারীদের ঘোষণা করার জন্য উদ্বোধনী বৈঠকের জন্য আহ্বান করেছিল। পরিষদের হাল ধরে আছেন মি সন্দীপ কুমার, টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, যিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। টাটা গোষ্ঠীর মধ্যে তিন দশকেরও বেশি অমূল্য অভিজ্ঞতার সাথে, মিঃ কুমারের […]