কলকাতা আদ্যাপীঠ – শুভ ঘোষ রিপোর্ট -প্রতি বছরের মতো এই বছরও আজ ১৭ই এপ্রিল ২০২৪ রামনবমীর শুভ সন্ধিক্ষণে কলকাতার দক্ষিণেশ্বর আদ্যাপীঠে তিথি নক্ষত্র অনুযায়ী বাসন্তী পূজা ও রামনবমীর দিনে আদ্যামায়ের ছোট্ট কন্যারূপের পূজো হেতু প্রতিবছরের মত এ বছরও কুমারী পূজার আয়োজন করা হয়।আদ্যাপীঠের এই বিশেষ অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য তুলে ধরার উদ্দেশ্যে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এখানে প্রায় ২০০০ এর মত শিশু কন্যা অংশগ্রহণ করে।বঙ্গদেশের চট্টগ্রাম জেলার গুজরা গ্রামে ১৩২৭ সালে চৈত্র মাসে অন্নদাচরণ ঠাকুরের সৌজন্যে এই কুমারী পুজো প্রথম শুরু হয়।তিনি ২৮ টি আসন ২৮টি পুজোর থালা ২৮টি কুমারীকে পুজো করেন। সেই থেকে আজও আদ্যাপীঠে কুমারী পূজা প্রচলন হয়ে আসছে। কথিত আছে আজ আদ্যাপীঠে মা শয়ং কন্যা রূপে উপস্থিত হয়ে থাকেন। তাই আজ প্রত্যেক শিশু কন্যার মধ্যেই মা, আদ্যা মায়ের দর্শন পাওয়া যায়।
Related Articles
“উল্টো পুরান” ইউটিউব চ্যানেল নানারকম গল্প নিয়ে হাজির সবার জন্য
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -কলকাতার নামী স্টুডিও তে লঞ্চ হলো RRS Production House এর ইউটিউব চ্যানেল “উল্টো পুরাণ”। RRS Production House এবং Chandrima’s RR Fashion Hub এর কর্নধার ডিজাইনার চন্দ্রিমা বসু জানালেন এই চ্যানেলটি শুধু মাত্র ই বিনোদনের জন্য নয়।এই “উল্টো পুরাণ”-এ নানা গল্পের মাধ্যমে ওনারা সমাজের বিভিন্ন সমস্যা গুলি তুলে ধরতে চান এবং তার […]
Rupantar Social Welfare Society celebrates Mother Language Day
কলকাতা – পিনাকী চৌধুরী-বেহালার ১২৭ নম্বর ওয়ার্ডে রূপান্তর স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি এমন একটি সংগঠন, যাঁরা কিনা সম্পূর্ণ মহিলাবৃন্দ দ্বারা পরিচালিত। ২০০৬ সালে পথ চলা শুরু। তারপর অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত পেরিয়ে আজও নিরলসভাবে কাজ করে চলেছে মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে। সম্প্রতি তাঁরা তাঁদের ১৯ তম বর্ষপূর্তি অনুষ্ঠান এবং সেইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি মনোজ্ঞ […]
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 23তম বার্ষিক জেলা সম্মেলন
কলকাতা-রাজেন বিশ্বাস রিপোর্ট – লায়ন্স ক্লাব আন্তর্জাতিক স্বীকৃতি পায়ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক সমাজসেবা সংস্থা হিসাবে, লায়ন্স ক্লাব 2017 সালে তার শতবর্ষে প্রবেশ করেছে। কলকাতা জেলা সংগঠনের 67 বছরও পূর্ণ হয়েছে। প্রতি বছর বার্ষিক জেলা সম্মেলন সদস্যদের জন্য একটি বার্ষিক উৎসবের মতো। অশোক সুরানা, লায়ন্স পাওয়ন মুরারকা, লায়ন্স জিএস হোরা, লায়ন্স কনক দুগার, শেখর মেহতা, লায়ন্স স্বাতী […]